নিজস্ব প্রতিনিধি, কৃষ্ণনগর: কৃষ্ণনগরে কলেজ ছাত্রী ঈশিতা মল্লিককে গুলি করে খুনের ঘটনায় অবশেষে চার্জশিট দাখিল করল কৃষ্ণনগর পুলিশ জেলা। সূত্রের খবর, আদালতে মোট ৩০০ পাতার চার্জশিট জমা দেওয়া হয়েছে। চার্জশিটে মূল অভিযুক্ত দেশরাজ সিংয়ের পাশাপাশি তার বাবা রাঘবেন্দ্র প্রতাপ সিং এবং মামা কুলদীপ সিং-এর নাম রয়েছে। ঘটনার ৭৮ দিন পর পুলিশ চার্জশিট পেশ করে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, তদন্তের সময় একাধিক সাক্ষী তথ্য প্রমাণ সংগ্রহ করা হয়েছে। সেই সমস্ত তথ্যের ভিত্তিতেই অভিযুক্তদের বিরুদ্ধে চার্জশিট দাখিল করা হয়েছে।
গত ২৫ আগস্ট ঈশিতাকে ঘরে ঢুকে গুলি করে খুন করে তাঁরই প্রেমিক দেশরাজ। উত্তরপ্রদেশের নেপাল সীমান্ত থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতার করা হয় তার বাবা রাঘবেন্দ্র ও মামা কুলদীপকেও।