• পলাশীপাড়ার ২টি গ্রামে রিভার পাম্প বসাতে ৯৬ লক্ষ বরাদ্দ, খুশি কৃষকরা
    বর্তমান | ১২ নভেম্বর ২০২৫
  • সংবাদদাতা, তেহট্ট:  দীর্ঘদিন ধরে অকেজো রিভার পাম্প। সেই রিভার পাম্প আবার নতুন করে তৈরির অনুমোদন দিল রাজ্য সরকার। পলাশীপাড়া থানার গোপীনাথপুর ও হাঁসপুকুরিয়া গ্রাম পঞ্চায়েতের ঈশ্বরচন্দ্রপুরে এই রিভার পাম্প তৈরি হবে। এজন্য রাজ্য সরকার ৪৮ লক্ষ টাকা করে মোট ৯৬ লক্ষ টাকা অনুমোদন করেছে। কাজ শীঘ্রই শুরু হবে বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে। 

    স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গোপীনাথপুর ও ঈশ্বরচন্দ্রপুরে দীর্ঘদিন ধরে রিভার পাম্প অকেজো হয়ে রয়েছে।  ফলে  সেই এলাকার চাষিরা শ্যালোর জলে চাষ করেন। এতে চাষের খরচ অনেক বেশি হয়। এই দু’টি গ্রামের পাশ দিয়ে বয়ে চলেছে জলঙ্গি নদী। চাষিদের দাবি ছিল এই নদীতে ওই অকেজো রিভার পাম্প বাতিল করে নতুন পাম্প বসানো হলে এলাকার চাষিদের অনেক উপকার হবে। প্রশাসনের বিভিন্ন জায়গায় দীর্ঘদিন ধরে তাঁরা এই দাবি জানিয়ে আসছিলেন। তাঁরা বর্তমান বিধায়ক মানিক ভট্টাচার্যকে বিষয়টি জানান। এরপর বিধায়ক বিষয়টি বিভাগীয় মন্ত্রীকে জানান। মন্ত্রী বিষয়টি ওয়াটার রিসোর্স দপ্তরে জানান। এরপর ওই দপ্তরের অধিকারিকরা এলাকা পরিদর্শন করেন। নতুন দু’টি রিভার পাম্প বসানোর অনুমোদন দেওয়া হয়। এই রিভার পাম্প হলে দুই এলাকার কয়েক হাজার বিঘা জমিতে চাষ করা সহজ হবে বলে চাষিরা জানিয়েছেন। 

    ঈশ্বরচন্দ্রপুরের বাসিন্দা সন্ন্যাসী মণ্ডল বলেন, রিভার পাম্প খারাপ থাকায় আমাদের এলাকায় চাষের জন্য শ্যালোর জলই ভরসা। আমরা দীর্ঘদিন প্রশাসনের কাছে রিভার পাম্পের জন্য আবেদন করেছিলাম। আমাদের দাবি বিধায়ককে জানিয়েছিলাম। এখন আমাদের এলাকায় একটি রিভার পাম্প বসানোর জন্য টাকা অনুমোদন হয়েছে। এতে আমরা খুব খুশি। আমরা এবার আরও কম খরচে চাষ করতে পারব। একই কথা বলেন গোপীনাথপুর এলাকার চাষিরা। এখন তাঁরা চাইছেন তাড়াতাড়ি কাজ শুরু হোক। 

    বিধায়ক মানিকবাবু বলেন, আমি বিভিন্ন এলাকায় চাষিদের সঙ্গে কথা বলে রিভার পাম্পগুলি সম্পর্কে জানতে পারি। সেই মতো আমি সরকারের কাছে আবেদন জানায়। সরকার আমার আবেদনে সাড়া দিয়ে আগেও তিনটে রিভার পাম্প ঠিক করেছে। আবার দু’টি অকেজো রিভার পাম্প  পুরো নতুন করে তৈরি করা হবে। এতে চাষিরা খুবই উপকৃত হবে।
  • Link to this news (বর্তমান)