• বিহারে ভোট মিটতেই তারাপীঠে ভিড় লালকেল্লা ঘটনার পর সতর্ক পুলিশ
    বর্তমান | ১২ নভেম্বর ২০২৫
  • সংবাদদাতা, রামপুরহাট: রাজ্যের অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র বামাক্ষ্যাপার সাধনাস্থল তীর্থভূমি তারাপীঠ। সারা বছরই এখানে পর্যটকদের ভিড় থাকে। তবে বিহারের বিধানসভা ভোটের নির্ঘণ্ট ঘোষণা হতেই এক ধাক্কায় পর্যটকদের ভিড় অনেকটাই কমে গিয়েছিল। বিধানসভা নির্বাচন ঘিরে বিহারে কয়েক মাস ধরে সমস্ত রাজনৈতিক দলের মধ্যে ব্যস্ততা ছিল। সেই ভোট মিট঩তেই পর্যটকদের ভিড় বাড়ল তারাপীঠে। মঙ্গলবার দুপুর থেকেই সেই ভিড় দেখা যায়। হোটেল ব্যবসায়ীদের অনুমান, বুধবার থেকে পর্যটকদের ভিড় আরও বাড়বে। শীতের শুরুতেই পর্যটকদের ভিড় বাড়ায় খুশি হোটেল ব্যবসায়ীরা। তবে দিল্লির লালকেল্লায় বিস্ফোরণের পর দেশ জুড়েই হাই অ্যালার্ট জারি হয়েছে। তাই ভিড়ের সুযোগ কাজে লাগিয়ে নাশকতা রুখতে পুলিশের পক্ষ থেকে তল্লাশি চালানোর পর মন্দিরে পর্যটকদের ঢুকতে দেওয়া হচ্ছে। 

    হোটেল ব্যবসায়ীদের সূত্রে জানা গিয়েছে, বিহারের হাইভোল্টেজ ভোটের কারণেই পর্যটকদের ভিড় কমে গিয়েছিল। এর ফলে স্বাভাবিকভাবেই দুশ্চিন্তায় পড়েছিলেন হোটেল ব্যবসায়ীরা। তবে বিহারে প্রথম দফার ভোট মিটতেই অনেকে আসছিলেন। মঙ্গলবার সেরাজ্যে দ্বিতীয় তথা শেষ দফার ভোট মিটতেই তারাপীঠে আসছেন সেখানকার পর্যটকরা। এতে খুশি পর্যটন ব্যবসায়ীরা। 

    দুর্গাপুজোর কিছুদিন আগে থেকেই তারাপীঠে পর্যটকদের আনাগোনায় ভাটা পড়েছিল। পুজো শেষে তা আরও কমে আসে। অনেকেই জানান, তারাপীঠের পর্যটকদের অনেকে বিহার ও ঝাড়খণ্ড থেকে আসেন। বিহারে ভোটের জন্য সেখানকার পর্যটকদের আনাগোনা কমে এসেছিল। তবে ভোটপর্ব চলাকালীন সেখানকার শাসক ও বিরোধী দলের প্রার্থীরাও দেবীর কাজে পুজো দিয়ে জয়ের কামনা জানিয়ে যান। মঙ্গলবার সেখানে শেষ দফার নির্বাচন ছিল। ফলে দুপুর থেকেই বিহারের পর্যটকদের আসা শুরু হয়ে গিয়েছে। হোটেল অ্যাসোসিয়েশনের সভাপতি সুনীল গিরি বলেন, বিহারে বিধানসভা নির্বাচনের কারণে হোটেল বুকিং আগের থেকে কমে গিয়েছিল। এখানে পর্যটকদের ভিড় ছিল না। তবে এদিন ভোট শেষ হতেই ভিড় বাড়তে শুরু করেছে। সকালে ভোট দিয়েই অনেকে এখানে আসছেন। আজ, বুধবার থেকে পর্যটকদের ভিড় আরও বাড়বে বলে তাঁর আশা। অনেকে আগামী শনি ও রবিবারের জন্য হোটেল বুকিং করছেন। 

    মন্দির কমিটির সভাপতি তারাময় মুখোপাধ্যায় বলেন, তারাপীঠে এখন সিজিন বা অফ সিজিন বলে কিছু নেই। সারাবছরই পর্যটকদের আনাগোনা লেগে রয়েছে। তবে বিহারের ভোটের জন্য কিছুদিন পর্যটকদের সংখ্যা কমে এসেছিল। এদিন বিহারে নির্বাচন শেষ হতেই ভিড় বাড়তে শুরু করেছে। পর্যটকদের অনেকেই সেখানকার বিভিন্ন দলের প্রার্থীর ভালো ফল কামনা করে পুজো দিচ্ছেন। কেউ বা ছাগ বলি, কেউ ভাণ্ডারা দিচ্ছেন। সব মিলিয়ে তারাপীঠের ব্যবসায়ীদের কাছে কার্যত এখন পৌষ মাস। 

    লালকেল্লায় বিস্ফোরণের ঘটনার দেশ জুড়ে হাই অ্যালার্ট জারি করা হয়েছে। তারাপীঠে ভিড়ে নাশকতার ঘটনা রুখতে সিসি ক্যামেরায় নজরদারির পাশাপাশি মন্দিরের প্রবেশের গেটে পুলিশ মোতায়েন করা হয়েছে। পর্যটকদের তল্লাশি চালানোর পর মন্দিরে ঢুকতে দেওয়া হয়েছে। মন্দিরের নিজস্ব নিরাপত্তারক্ষীদের সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
  • Link to this news (বর্তমান)