• দিল্লি উস্কে দিল খাগড়াগড় স্মৃতি শুরু নাকা চেকিং, হোটেলে তল্লাশি
    বর্তমান | ১২ নভেম্বর ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, বর্ধমান এবং আসানসোল: খাগড়াগড়ের স্মৃতি এখনও টাটকা। দিল্লিতে বিস্ফোরণ হতেই তাই তৎপর পুলিশ। দুই বর্ধমানের প্রতিটি শহরে নাকা চেকিং করা হচ্ছে। বর্ধমানের উল্লাস মোড়ে খোদ পূর্ব বর্ধমানের পুলিশ সুপার সায়ক দাস নাকা চেকিংয়ে ছিলেন। হোটেলগুলিতেও তল্লাশি চালানো হয়। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা থেকে ইনপুট পাওয়ার পরই দুই জেলার পুলিশ আধিকারিকরা নড়েচড়ে বসেন। জঙ্গিরা বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়তে পারে— এমন আশঙ্কাতে নজরদারি বাড়ানো হয়। বিস্ফোরণের পর থেকে মঙ্গলবার রাত পর্যন্ত তল্লাশি চলে। খাগড়াগড়কাণ্ডর পরও পূর্ব বর্ধমান জেলা থেকে কয়েকজন জঙ্গি গ্রেফতার হয়। তাই পুলিশ কোনও ঝুঁকি নিতে চায়নি। জাতীয় সড়কেও গাড়ি দাঁড় করিয়ে তল্লাশি চালানো হয়। 

    কার্যত হাই অ্যালার্টে দক্ষিণবঙ্গের দুই মেগা শহর আসানসোল ও দুর্গাপুর। সোমবার রাত থেকেই শহরের গুরুত্বপূর্ণ রাস্তার মোড়ে মোড়ে নাকা চেকিং করে পুলিশ। মঙ্গলবার দিনভর সেই কর্মসূচি চলেছে। ট্রাফিক পুলিশ থেকে বিভিন্ন থানার পুলিশ দফায় দফায় রাস্তায় টহল দিয়েছে। সন্দেহজনক কোনও গতিবিধি দেখলেই জিজ্ঞাসাবাদ করেছে। বিভিন্ন জায়গায় চারচাকা গাড়ির ডিকি খুলিয়ে চেকিং করা হয়েছে। 

    পুলিশের পাশাপাশি এদিন আসানসোল দুর্গাপুর সহ গুরুত্বপূর্ণ স্টেশনগুলিতে বাড়তি নজরদারি ছিল। জানা গিয়েছে, কেন্দ্র ও রাজ্য দুই সরকারের পক্ষ থেকেই স্টেশনগুলিতে সতর্কতা নেওয়া হয়। সেই মতো আরপিএফ ও জিআরপি যৌথ ভাবে তল্লাশি ও নজরদারি অভিযানে নামে। জিআরপি সূত্রে জানা গিয়েছে, রেলের ডিজির পক্ষ থেকে দিল্লি ও মুম্বই ফেরত ট্রেনগুলির উপর বাড়তি নজরদারি চালানোর নির্দেশ দেওয়া হয়েছিল। সেই কাজও তাঁদের করতে দেখা যায়। পাশাপাশি এদিন বাড়তি নজরদারি চালানো হয়েছে রেলের ট্র্যাকগুলির উপর। বার্নপুরে দামোদরের উপর রেল সেতুতেও বাড়তি নজরদারি চালানো হয়েছে। বার্নপুর, আসানসোল, দুর্গাপুর, অণ্ডাল, গুরুত্বপূর্ণ স্টেশনগুলির সামনে দাঁড়িয়ে থাকা গাড়িগুলিতে তল্লাশি করা হয়। যদিও টানা তল্লাশিতে এক ব্যক্তির ব্যাগে মদ ছাড়া সন্দেহজনক কিছু পাওয়া যায়নি।  

    আসানসোল জিআরপির আইসি গোপিকাসুন্দর দত্ত বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষর নির্দেশ মেনে পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। এদিন আসানসোল উত্তর থানা ও আসানসোল দক্ষিণ থানায় সকাল থেকে পুলিশ আচমকা নাকা চেকিং করতে থাকে। সন্ধ্যার সময়ে রানিগঞ্জ এলাকায় গাড়ি তল্লাশি করা হয়েছে জাতীয় সড়ক, রাজ্য সড়কের বিভিন্ন সংযোগকারি রাস্তায়। ডিসি (সেন্ট্রাল) ধ্রুব দাস বলেন, আমরা বিভিন্ন জায়গায় তল্লাশি করছি, টহলদারি বাড়ানো হয়েছে। ডিসি (ট্রাফিক) ভিজি সতীশ পশুমূর্তি বলেন, আমরা সন্দেহজনক গাড়িগুলির উপর নজরদারি চালিয়েছি। পাশাপাশি সিসি ক্যামেরার ফুটেজগুলির দিকে কন্ট্রোল রুম থেকে নজর রাখা হয়েছে।   
  • Link to this news (বর্তমান)