পরিযায়ী শ্রমিকদের স্বনির্ভর করতে লোনে সাড়ে ১২ হাজার টাকা ছাড়
বর্তমান | ১২ নভেম্বর ২০২৫
নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া: ভিনরাজ্যে কাজ করতে গিয়ে হেনস্তার শিকার হচ্ছেন বাংলার নানা প্রান্তের পরিযায়ী শ্রমিকরা। সম্প্রতি বাংলাভাষী পরিযায়ী শ্রমিকদের উপর একাধিক রাজ্যে অত্যাচার চরম সীমায় পৌঁছেছে। এছাড়াও মাঝেমধ্যেই দুর্ঘটনার কবলে পড়ে পরিযায়ী শ্রমিকদের মৃত্যুর খবর আসছে। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পরিযায়ী শ্রমিকদের ফিরে আসার আবেদন জানিয়েছিলেন। নিজের জেলায় যাতে তাঁরা কাজ পান তারজন্য ইতিমধ্যে পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। পরিযায়ী শ্রমিকদের ফিরিয়ে এনে তাঁদের স্বনির্ভর করে তোলার লক্ষ্যে এবার লোন পাইয়ে দেওয়ার বন্দোবস্তও করা হয়েছে। পরিযায়ী শ্রমিকরা উদীয়মান স্বনির্ভর কর্মসংস্থান প্রকল্পের আওতায় ৫০হাজার টাকার লোন পাবেন। ঋণের উপর বড় অঙ্কের ছাড়ও দেওয়া হয়েছে।
পুরুলিয়া জেলা এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের ডেপুটি ডিরেক্টর আহমেদ আলি শাহ বলেন, এই লোনের মাধ্যমে পরিযায়ী শ্রমিকরা স্বনির্ভর হওয়ার সুযোগ পাবেন। ইতিমধ্যে দপ্তরের তরফে লোনের বিষয়টি উল্লেখ করে পরিযায়ী শ্রমিকদের সঙ্গে ফোনে যোগাযোগ করা হচ্ছে। আগ্রহী পরিযায়ী শ্রমিকরা এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জে নাম রেজিস্ট্রেশন করলে লোনের সুবিধা পাবেন।
পুরুলিয়ার বিভিন্ন প্রান্তের বহু মানুষ ফি বছরই কাজের খোঁজে ভিনরাজ্যে পাড়ি দেন। মূলত সংসারের হাল ফেরাতে দিল্লি, গুজরাত, উত্তরপ্রদেশ, ওড়িশা সহ একাধিক রাজ্যে তাঁরা দিনমজুরের কাজ করেন। ভিনরাজ্যে পরিযায়ী শ্রমিকরা নিরাপত্তার অভাবে ভোগেন। সম্প্রতি বাংলাভাষী পরিযায়ী শ্রমিকদের বাংলাদেশি বলে দাগিয়ে অত্যাচার ও হেনস্তার ঘটনা এখনও সকলের মনে আতঙ্ক সৃষ্টি করে। পরিযায়ী শ্রমিক পরিবারের সদস্যদের রাতের ঘুম একপ্রকার উবে যায়।
এই পরিস্থিতিতে পরিযায়ী শ্রমিক ও তাঁদের পরিবারের পাশে দাঁড়িয়েছে রাজ্য সরকার। তাঁরা যাতে নিজেদের বাড়ি ফিরে এসে ব্যবস্যা করে আর্থিকভাবে স্বনির্ভর হয়ে উঠতে পারেন সেজন্য লোন দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। গত সেপ্টেম্বর মাসেই এই সংক্রান্ত একটি নির্দেশিকা জারি হয়েছে। এরপরই জেলা এমপ্লমেন্ট এক্সচেঞ্জের তরফে পরিযায়ী শ্রমিকদের নামের তালিকা জোগাড় করে লোন নেওয়ার আবেদন জানানোর প্রক্রিয়া শুরু করা হয়েছে। এক্ষেত্রে প্রকৃত পরিযায়ী শ্রমিকরা যাতে এই লোনের সুবিধা পান, তা দেখছেন দপ্তরের কর্তারা।
দপ্তর সূত্রে জানা গিয়েছে, পরিযায়ী শ্রমিকরা ৫০হাজার টাকার লোন পাবেন। তাঁরা লোনের উপর ১২হাজার ৫০০টাকার ছাড় পাবেন। রাজ্য সরকার পরিযায়ী শ্রমিকদের স্বনির্ভর করে তোলার ক্ষেত্রে বড় পদক্ষেপ নিয়েছে। রাজ্যের এহেন পদক্ষেপে পরিযায়ী শ্রমিক ও তাঁদের পরিবারের সদস্যরা আশার আলো দেখতে শুরু করেছেন।