• পদত্যাগ দূরঅস্ত, ভাইস চেয়ারম্যানকে বরখাস্ত করে জল্পনা বাড়ালেন গোপাল
    বর্তমান | ১২ নভেম্বর ২০২৫
  • সংবাদদাতা, বনগাঁ: পুরপ্রধান পদ থেকে পদত্যাগ করতে আগেই গোপাল শেঠকে নির্দেশ দিয়েছিল দল। দলের নির্দেশ অমান্য করায় ফের সাতদিনের সময়সীমা বেঁধে দেন জেলা তৃণমূল সভাপতি বিশ্বজিৎ দাস। কিন্তু ইস্তফা দূরঅস্ত। উলটে ভাইস চেয়ারম্যান পদ থেকে জ্যোৎস্না আঢ্যকে বরখাস্ত করলেন চেয়ারম্যান গোপাল শেঠ। যা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক। 

    মঙ্গলবার ভাইস চেয়ারম্যান জ্যোৎস্না আঢ্যর বাড়িতে চিঠি দিয়ে তাঁকে পদ থেকে সরিয়ে দেওয়ার কথা জানানো হয়। এবিষয়ে জ্যোৎস্না বলেন, ‘দলের পক্ষ থেকে চেয়ারম্যানকে পদত্যাগ করতে নির্দেশ দেওয়া হয়েছে। কিন্তু নিজে পদত্যাগ না করে দলবিরোধী নীতি নিয়ে আমাকে পদ থেকে সরিয়ে দিয়ে চিঠি দিয়েছেন চেয়ারম্যান গোপাল শেঠ। আমি বিষয়টি দলের ঊর্ধ্বতন নেতৃত্বকে জানিয়েছি।’ পাশাপাশি তিনি আরও বলেন, ‘দল আমাকে ভাইস চেয়ারম্যান পদে বসিয়েছিল। সেখানে দলের সঙ্গে আলোচনা না করে হিংসাত্মক মনোভাব পোষণ করেছেন চেয়ারম্যান।’ গোপাল শেঠের পূর্ববর্তী চেয়ারম্যান ছিলেন শঙ্কর আঢ্য। দলের নির্দেশে চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দেন শঙ্কর। সেই কথা তুলে ধরে এদিন জ্যোৎস্না আঢ্য বলেন, স্বামী দলের নির্দেশ পেয়েই পদত্যাগ করেছিলেন। দলের নির্দেশ অমান্য করেননি। কিন্তু বর্তমান চেয়ারম্যান দলের নির্দেশ অমান্য করে পদ আঁকড়ে বসে আছেন। উনি দলকে ভালোবাসেন না। যদিও মন্তব্য করতে চাননি চেয়ারম্যান গোপাল শেঠ। বনগাঁ সাংগঠনিক জেলার এক নেতা জানান, দল ভাইস চেয়ারম্যান পদে জ্যোৎস্না আঢ্যকে বসিয়েছিলেন। চেয়ারম্যান তাঁকে এভাবে সরিয়ে দিয়ে দলবিরোধী কাজ করেছেন। পালটা চেয়ারম্যানের দাবি, রেভিনিউ লস অর্থাৎ আয় বৃদ্ধিতে গাফিলতির কারণেই ভাইস চেয়ারম্যানছে সরানো হয়েছে।   

    পুরপ্রধানের পদত্যাগের নির্দেশ বনগাঁ শহর জুড়ে রাজনৈতিক অচলাবস্থা সৃষ্টি করেছে। তারই মধ্যে ভাইস চেয়ারম্যানের বরখাস্ত জল্পনা আরও বাড়িয়ে দিয়েছে। বিষয়টি নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি। বিজেপি কাউন্সিলার দেবদাস মণ্ডল বলেন, ‘এটা তৃণমূলের গোষ্ঠীকোন্দল। ক্ষমতা দখলের লড়াই।’ আগামী বৃহস্পতিবার নাগরিক কনভেনশন ডেকেছেন চেয়ারম্যান গোপাল শেঠ। সেই কনভেনশনে তাঁর সিদ্ধান্তের কথা জানাবেন বলে দাবি করেছেন চেয়ারম্যান গোপাল শেঠ। সেদিন কোন পথে হাঁটেন তিনি, সেদিকেই তাকিয়ে বনগাঁ।  
  • Link to this news (বর্তমান)