• ইনিউমারেশন ফর্ম বিতরণে এগিয়ে কল্যাণী
    বর্তমান | ১২ নভেম্বর ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, রানাঘাট: ইনিউমারেশন ফর্ম বিতরণে এগিয়ে নদীয়া জেলার কল্যাণী মহকুমা। অবশ্য অনলাইনে ফর্ম ফিলআপ করে আপলোডের ক্ষেত্রে অবশ্য বাকি তিন মহকুমার চেয়ে অনেকটাই এগিয়ে সদর অর্থাৎ কৃষ্ণনগর মহকুমা। দ্বিতীয় স্থানে রয়েছে রানাঘাট মহকুমা। আর বাড়ি বাড়ি  ইনিউমারেশন ফর্ম বিররণের ক্ষেত্রে প্রথম স্থানে রয়েছে কল্যাণী মহকুমা। আর দ্বিতীয় স্থানে রয়েছে কৃষ্ণনগর সদর। তৃতীয় তেহট্ট। সবচেয়ে পিছনে রানাঘাট মহকুমা।

    ছাব্বিশের বিধানসভা নির্বাচনের প্রাক্কালে পশ্চিমবঙ্গে বিশেষ ইনটেনসিভ রিভিশন লাগু করেছে জাতীয় নির্বাচন কমিশন। ইতিমধ্যেই জোর কদমে চলছে সেই কাজ। ৪ নভেম্বর থেকে ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে ফর্ম বিতরণের কাজ শুরু করেছেন বুথ লেভেল অফিসাররা। ফর্ম বিতরণ এবং তা ফিলআপ করার পর সংগ্রহের কাজ চলবে আগামী ৪ ডিসেম্বর পর্যন্ত। ইতিমধ্যেই প্রায় এক সপ্তাহ অতিক্রান্ত হয়ে গিয়েছে। 

    কোন পর্যায়ে রয়েছে এসআইআর প্রক্রিয়া? জেলা নির্বাচন দপ্তরের তথ্য অনুসারে, নদীয়া জেলায় মোট ভোটারের সংখ্যা ৪৪ লক্ষ ১৮ হাজার ৮৩৮ জন। এর মধ্যে মঙ্গলবার দুপুর পর্যন্ত ৩৪ লক্ষ ৬৩ হাজার ৯৪০ জন ভোটারের হাতে বিএলও মারফত ফর্ম পৌঁছে গিয়েছে। আগামী কয়েক দিনের মধ্যে বাকিদের কাছেও ওই ফর্ম পৌঁছে যাবে। এই ফর্ম বিতরণে নদীয়া জেলায়  সবচেয়ে এগিয়ে কল্যাণী মহকুমা। সেখানে ইতিমধ্যেই ৮২.৪০ শতাংশ ফর্ম বিতরণের কাজ শেষ হয়েছে। দ্বিতীয় স্থানে রয়েছে কৃষ্ণনগর সদর। যেখানে বিতরণের হার ৮২.১২ শতাংশ। তৃতীয় স্থানে রয়েছে নদীয়া উত্তরের তেহট্ট মহকুমা। ইতিমধ্যেই সেখানে ৮০.৬৯ শতাংশ ফর্ম বিতরণ করা হয়েছে। আর সবচেয়ে পিছনে রয়েছে রানাঘাট মহকুমা। এখন পর্যন্ত মাত্র ৭০.৭৯ শতাংশ ফর্ম  বিলি হয়েছে। 

    জেলা প্রশাসনের এক আধিকারিক বলেন, স্বাভাবিক নিয়মে বিএলও মারফত বাড়ি বাড়ি ফর্ম বিতরণ চলছে। একইসঙ্গে অনলাইনেও যাঁরা আবেদন করছেন তা গ্রহণের কাজ শুরু হয়েছে। যাঁরা অনলাইনে ফর্ম ফিলআপ করছেন তাঁদের ক্ষেত্রে আর কাগজের ফর্ম জমা দিতে হচ্ছে না।

    অফলাইনের পাশাপাশি ডিজিটাল মাধ্যমেও উৎসাহী বহু ভোটার। নির্বাচন কমিশনের পোর্টালের মাধ্যমে স্বেচ্ছায় আবেদন জমা পড়ছে বিভিন্ন মহকুমায়। অনলাইন আবেদন আপলোডের দিক দিয়ে সবার আগে রয়েছে কৃষ্ণনগর সদর। সেখানে কমিশনের ওয়েবসাইটের তথ্য অনুযায়ী মঙ্গলবার দুপুর পর্যন্ত ১৪ হাজার ৪৩৪টি আবেদন জমা পড়েছে। ফর্ম বিতরণে সবচেয়ে পিছিয়ে থাকলেও অনলাইন আবেদনে দ্বিতীয় স্থানে রয়েছে রানাঘাট মহকুমা। সেখানে আপলোড হয়েছে ৮৫২৮টি ফর্ম। তেহট্ট মহকুমা রয়েছে তৃতীয় স্থানে। মঙ্গলবার দুপুর পর্যন্ত অনলাইনে সাড়ে পাঁচ হাজার ভোটার ফর্ম আপলোড করেছেন। কল্যাণী মহকুমায় ৪৭৫৩টি আবেদন অনলাইনের মাধ্যমে জমা পড়েছে। 

    জেলা নির্বাচন দপ্তরের দাবি, নির্ধারিত সময়ের মধ্যেই সব বৈধ ভোটার তাঁদের নাম তালিকাভুক্ত বা সংশোধনের সুযোগ পাবেন। নির্বাচন দপ্তরের আধিকারিকদের বক্তব্য, পর্যাপ্ত প্রস্তুতি ও নজরদারি থাকায় প্রক্রিয়ার গতি সন্তোষজনক।
  • Link to this news (বর্তমান)