• অভিযুক্ত রবির বিরুদ্ধে অভিযোগ জমা পড়ে গল্ফগ্রিন থানাতেও, হেফাজতে নিল পুলিশ
    বর্তমান | ১২ নভেম্বর ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: যাদবপুরের বিজয়গড়ে প্রাক্তন প্রেমিকাকে গুলি চালানোর ঘটনায় বিহার থেকে গ্রেফতার হওয়া অভিযুক্ত রবি ভরদ্বাজকে অন্য একটি মামলায় নিজেদের হেফাজতে নিল গল্ফগ্রিন থানা। বেঙ্গালুরু থেকে কলকাতায় এসে প্রাক্তন প্রেমিকাকে একবছর আগে মারধর করেছিল রবি। সেই ঘটনায় পলাতক ছিল অভিযুক্ত। 

    ৩০ অক্টোবর যাদবপুরের বিজয়গড়ে প্রাক্তন প্রেমিকাকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ ওঠে রবির বিরুদ্ধে। বেঙ্গালুরু থেকে এসে সে গুলি চালায় বলে অভিযোগ। ঘটনার পর অভিযুক্ত পালিয়ে যায়। জানা যায়, ওই তরুণীর সঙ্গে অভিযুক্তের সম্পর্ক ছিল। কিন্তু অভিযুক্তের বিয়ে হয়ে গিয়েছে জানতে পারার পর তরুণী সম্পর্ক ছিন্ন করেন। কলকাতায় চলে আসেন তিনি। এরপরই তাঁকে খুন করতে কলকাতায় আসে অভিযুক্ত। অল্পের জন্য গুলি লক্ষ্যভ্রষ্ট হয়। রবিকে বিহারের বেগুসরাই থেকে গ্রেফতার করা হয়।

    ধৃতকে জেরা করে তদন্তকারীরা জানতে পারেন, ওই তরুণীকে গুলি চালাতে গত অক্টোবর মাসে সে প্রথম কলকাতায় আসেনি। ২০২৪ সালে ওই তরুণী তার সঙ্গে সম্পর্ক ভেঙে দেন। তরুণী বাড়ি চলে এসেছে জানতে পারার পর, ২০২৪ সালেই গল্ফগ্রিনে আসে। সেখানে বাড়ি ভাড়া নিয়ে কয়েকদিন থাকে। বিজয়গড়ে তরুণীর বাড়ি চিহ্নিত করে সেখানে পৌঁছে যায়। অভিযোগকারিনীর সঙ্গে কথা আছে বলে তাঁকে বাইরে আসতে বলে। প্রথমে তিনি রাজি হননি। একপ্রকার জোর করেই তাঁকে বাইরে নিয়ে আসে অভিযুক্ত রবি। এরপর তাঁকে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। ধারালো কিছু দিয়ে তাঁর শরীরে আঘাত করা হয়। ওই তরুণী গল্ফগ্রিন থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। তার ভিত্তিতে পুলিশ মারধরের কেস রুজু করে। কিন্তু তখন রবিকে পাওয়া যায়নি। এবার গুলিকাণ্ডের  পুলিশি হেফাজত শেষ হতেই, মারধরের পুরনো মামলায় রবিকে নিজেদের হেফাজতে নিয়েছে গল্ফগ্রিন থানা।
  • Link to this news (বর্তমান)