দুই ব্যবসায়ীর বচসা, অ্যাসিড ছুড়ে ভয় দেখানোর অভিযোগ
বর্তমান | ১২ নভেম্বর ২০২৫
নিজস্ব প্রতিনিধি, বরানগর: সোনার গয়না নিয়ে ঝামেলা দুই ব্যবসায়ীর। তার জেরে এক সোনা ব্যবসায়ীর গায়ে অ্যাসিড ছুড়ে ভয় দেখানোর অভিযোগ উঠল অন্য সোনা ব্যবসায়ীর বিরুদ্ধে। যদিও ভিডিও ফুটেজে দেখা গিয়েছে বচসা চলার সময় এক ব্যবসায়ী টেবিলের উপর সজোরে অ্যাসিডের বোতল রাখেন, তখনই অ্যাসিড ছিটকে গিয়ে অন্যজনের হাতে লাগে। ঘটনার জেরে সোমবার বরানগরের সোনাপট্টিতে তীব্র চাঞ্চল্য ছড়ায়। পুলিশ জানিয়েছে, অভিযুক্ত সোনা ব্যবসায়ীর খোঁজে তল্লাশি চালানো হচ্ছে।
আক্রান্ত ব্যবসায়ীর নাম শান্তিনাথ বেরা। তাঁর বাড়ি বরানগরের ৯৪ এ কে মুখার্জি রোড। বরানগরের ১৭, মান্না পাড়া রোডে তাঁর সোনা গলানোর দোকান রয়েছে। ওই এলাকায় দক্ষিণ ২৪ পরগনার রায়দিঘির বাসিন্দা শুকদেব সামন্তের সোনার দোকান রয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, শুকদেব শান্তিনাথকে দুটি ২০ গ্রামের সোনার বালা দিয়েছিলেন। সেগুলি গলানোর পর শান্তিনাথ জানায়, দুটি বালা থেকে মাত্র ২ গ্রাম সোনা পাওয়া গিয়েছে। তা শুনে তেতে ওঠেন শুকদেব। তিনি পাল্টা প্রশ্ন করেন, যদি সোনা কম ছিল মনে হয়, তাহলে সোনা গলানোর সময় কেন তাকে ডাকা হয়নি। তিনি ২০ গ্রাম সোনার বালা দিয়েছেন তা ফেরত চান। সোমবার সকালে এনিয়ে বচসা চলার সময় শুকদেব তাঁর পকেট থেকে সোনা গলানোর অ্যাসিডের বোতল বের করে সজোরে শান্তিনাথের টেবিলে রাখেন। তাতে অ্যাসিড ছিটকে গিয়ে শান্তিনাথের বাম হাত পুড়ে যায়। পুলিশ জানিয়েছে, অভিযুক্তের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে।