• গভীর রাতে তপসিয়ায় বহুতলের ১২ তলায় আগুন, তীব্র আতঙ্ক
    বর্তমান | ১২ নভেম্বর ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সোমবার গভীর রাতে তপসিয়া রোডে এক ১৬ তলা আবাসনের ১২ তলার ফ্ল্যাটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল। এতে তীব্র আতঙ্ক ছড়ায় বাসিন্দাদের মধ্যে। যদিও ঘটনায় হতাহতের কোনও খবর নেই। চার ঘণ্টার চেষ্টায় আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনেন দমকল কর্মীরা। কীভাবে আগুন লাগল, তা খতিয়ে দেখছে তপসিয়া থানা ও দমকল বিভাগ। 

    আবাসনের বাসিন্দারা জানিয়েছেন, রাত আড়াইটে নাগাদ আবাসনের ১২ তলার একটি ফ্ল্যাটের ভিতর থেকে ধোঁয়া বের হতে শুরু করে। তখন ওই ফ্ল্যাটের বাসিন্দারা প্রত্যেকেই ঘুমোচ্ছিলেন। শীতের আমেজ পড়ে যাওয়ায় সব জানালা বন্ধ ছিল। ঘরে ধোঁয়া আটকে যাওয়ায় বাসিন্দাদের শ্বাসকষ্ট শুরু হয়। তার জেরেই ঘুম ভেঙে গিয়ে বাড়ির মালিক দেখেন, গোটা ঘর ধোঁয়ায় ঢেকে গিয়েছে। রান্নাঘরে আগুন জ্বলছে। তা থেকে আগুন ঘরের ড্রইং রুমে ছড়িয়ে পড়েছে। অবস্থা দেখে আতঙ্কিত হয়ে আর্তনাদ শুরু করেন গৃহকর্ত্রী। তবে ফ্ল্যাট থেকে সব বাসিন্দারা নিরাপদে বেরিয়েও আসেন। ততক্ষণে আবাসনের সব ক’টি ফ্লোরে অগ্নিকাণ্ডের খবর চাউর হয়ে যায়। তাতে আতঙ্ক আরও ছড়ায়। অনেক ফ্ল্যাটের বাসিন্দারাই বেরিয়ে আসেন। আবাসনের মূল বিদ্যুৎ সংযোগ বন্ধ করে দেওয়া হয়।

    এরপর আবাসন কমিটির তরফেই দমকলে খবর দেওয়া হয়। রাত পৌনে তিনটে নাগাদ ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ২টি ইঞ্জিন। আগুনের উৎসস্থল ১২ তলায় হওয়ায় প্রাথমিকভাবে আগুন নিয়ন্ত্রণে আনতে কিছুটা বেগ পেতে হয় দমকল বিভাগের কর্মীদের। ফ্ল্যাটের ভিতরে আগুন লাগায় আগুন নেভাতেও অনেকটা সময় লাগে। প্রায় চার ঘণ্টার চেষ্টায় ভোর সাড়ে ছ’টা নাগাদ আগুন নেভে। 
  • Link to this news (বর্তমান)