• মধ্যমগ্রামে আবাসনে ফ্ল্যাটের তালা ভেঙে চুরি গয়না-নগদ
    বর্তমান | ১২ নভেম্বর ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, বারাসত: মেয়ের বিয়ের জন্য সোনা ও টাকা রেখে ফ্ল্যাটের বাইরে গিয়েছিলেন এক বৃদ্ধ দম্পতি। কিন্তু মধ্যমগ্রামের সেই নামী আবাসনে দম্পতির ফ্ল্যাটের তালা ভেঙে ১৬ লক্ষ টাকার সোনার গয়না সহ ১৫ হাজার নগদ নিয়ে চম্পট দিল দুষ্কৃতীরা। ঘটনাটি ঘটেছে মধ্যমগ্রাম থানার যশোর রোড এলাকার একটি আবাসনে। আবাসনটিতে দৃ‌ঢ় নিরাপত্তা ব্যবস্থা থাকা সত্ত্বেও কীভাবে ওই ফ্ল্যাটে চুরির ঘটনা ঘটল, তা নিয়েও প্রশ্ন উঠেছে। মধ্যমগ্রাম থানায় লিখিত অভিযোগে দায়ের করেছে ক্ষতিগ্রস্ত পরিবার। ঘটনার তদন্ত শুরু করেছে মধ্যমগ্রাম থানার পুলিশ।জানা গিয়েছে, মধ্যমগ্রামের ওই আবাসনে থাকেন সৌরেন ঘোষ ও তাঁর স্ত্রী দীপান্বিতা। মেয়ের বিয়ের জন্য তাঁরা ১৬ লক্ষ টাকার সোনার গয়না কিনে রেখেছিলেন। সোমবার বিকেলে বের হন ঘোষ দম্পতি। রাত সাড়ে ন’টায় ফিরে এসে দেখেন, ফ্ল্যাটের কোলাপসিবল গেটের তালা ভাঙা। ভিতরে জিনিসপত্র তছনছ অবস্থায়। আলমারি থেকে খোয়া গিয়েছে মেয়ের বিয়ের জন্য রাখা সোনার গয়না ও নগদ ১৫ হাজার টাকা। এই ঘটনায় স্বাভাবিকভাবেই ভেঙে পড়েছে ঘোষ দম্পতি। আবাসনের মেইন গেটে তো বটেই, এমনকী প্রতিটি ব্লকেও কেয়ারটেকার ও নিরাপত্তারক্ষী রয়েছেন। এমনকী রয়েছে একাধিক সিসি ক্যামেরাও। এসবের মধ্যে এই আবাসনের ফ্ল্যাটে কীভাবে চুরি হয়ে গেল?

    এনিয়ে দীপান্বিতা ঘোষ বলেন, খুব কষ্টে অল্প অল্প করে মেয়ের বিয়ের জন্য সোনার গয়না কিনে রেখেছিলাম। সব খোয়া গেল। আর সৌরেন ঘোষ বলেন, বিকেলে কয়েক ঘণ্টা বাইরে ছিলাম। এর মধ্যে গেটের তালা ভেঙে কীভাবে চুরি হয়ে গেল, বুঝতে পারছি না। এই আবাসনের কেউ এর সঙ্গে যুক্ত থাকতে পারে। না হলে নিরাপত্তারক্ষী, কেয়ারটেকার, সিসি ক্যামেরা থাকা সত্ত্বেও চুরি হয় কীভাবে? আমরা থানায় অভিযোগ করেছি।
  • Link to this news (বর্তমান)