• ভয়াবহ অগ্নিকাণ্ডে বারুইপুরে পুড়ে গেল ৩টি কাঠের দোকান
    বর্তমান | ১২ নভেম্বর ২০২৫
  • সংবাদদাতা, বারুইপুর: মঙ্গলবার ভোর চারটে নাগাদ অগ্নিকাণ্ডের জেরে ভস্মীভূত হয়ে গেল তিনটি কাঠের দোকান। দোকানে মজুত গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের কেঁপে ওঠে গোটা এলাকা। কালো ধোঁয়ায় চারদিক ঢেকে যায়। তবে হতাহতের খবর নেই। ঘটনাটি ঘটে বারুইপুর থানার শিখরবালি ১ নম্বর পঞ্চায়েতের বাইপাস লাগোয়া বংশীবটতলায়। ঘটনার জেরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। স্থানীয় বাসিন্দারা খবর দেন বারুইপুর দমকলে। 

    ঘটনাস্থলে পৌঁছন শিখরবালি ১ নম্বর পঞ্চায়েতের প্রধান সুজয় সাফুই। আসে বারুইপুর থানার পুলিশ। দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে আসে। রাস্তার পাশে আদিগঙ্গা থেকে জল নিয়ে পাইপের মাধ্যমে আগুন নেভানোর কাজ করেন দমকলের কর্মীরা। সকাল সাড়ে সাতটার পর আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনা হয়। বাইপাসে সেই সময় যান চলাচল বন্ধ করে দেওয়া হয়। দমকলের প্রাথমিক তদন্তে অনুমান, শর্ট সার্কিট থেকে এই আগুন লাগে। সেই আগুন দোকানে মজুত থাকা গ্যাস সিলিন্ডারে লাগে। তাতে বিস্ফোরণ হয়। তবে দোকানে কেন গ্যাস সিলিন্ডার রাখা হয়েছিল তা দমকল ও পুলিশ তদন্ত করে খতিয়ে দেখছে। 

    জানা গিয়েছে, দোকানগুলির মালিক আফতাব আনসারি, মোজাফফর আনসারি ও ইয়াসিন আনসারি। তাঁরা পার্ক সার্কাসে থাকেন। এদিন খবর পেয়ে ঘটনাস্থলে আসেন। তাঁরা জানিয়েছেন, দোকানে প্রচুর কাঠের আসবাব পত্র ছিল। দোকানে ৪-৫ জন শ্রমিক থাকতেন। এরাই সব দোকান দেখাশোনা করতেন। বিহারে ভোট থাকায় তাঁরা সবাই সেখানে চলে গিয়েছেন। মালিক আফতাব আনসারি বলেন, অনেক টাকার ক্ষতি হয়ে গেল। সব শেষ হয়ে গেল। আগুনের তীব্রতা এত ছিল দোকানের সামনে কাঁঠাল গাছের পাতা, ডাল পুরো পুড়ে যায়। স্থানীয় বাসিন্দা ও প্রাতর্ভ্রমণকারীরা  এলাকায় গিয়ে আগুন দেখতে ভিড় জমান। অনেকে বলেন, এই আগুনের পিছনে অন্য কারণ থাকতে পারে। পুলিশ তদন্ত করুক। ছবি: পিন্টু মণ্ডল
  • Link to this news (বর্তমান)