নিজস্ব প্রতিনিধি, বারাসত: সিনেমা দেখানোর নাম করে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে কিশোরীকে ধর্ষণের অভিযোগ। পরিবারের অভিযোগের ভিত্তিতে একদিনের মধ্যে অভিযুক্ত সেই ‘বন্ধু’কে হাবড়া থানার পুলিশ গ্রেফতার করল। পুলিশ জানিয়েছে, ধৃতের নাম শাহরুখ মণ্ডল। মঙ্গলবার ধৃতকে বারাসত আদালতে তোলা হলে তিনদিনের পুলিশি হেপাজতের নির্দেশ দিয়েছেন বিচারক। ধৃতের বিরুদ্ধে পকসো ৪ ধারায় মামলা রুজু করেছে পুলিশ। পাশাপাশি নির্যাতিতার মেডিকেল পরীক্ষা সহ গোপন জবানবন্দিও নেওয়া হয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, শাহরুখের বাড়ি অশোকনগরে। তিনি নির্যাতিতার পূর্ব পরিচিত, ‘বন্ধু’। সোমবার বিকেলে কিশোরীকে তিনি অশোকনগর থেকে হাবড়ায় নিয়ে আসেন সিনেমা দেখানোর নাম করে। অভিযোগ, এরপর সন্ধ্যায় শাহরুখ কিশোরীকে একাকী পেয়ে ধর্ষণ করেন। বিষয়টি গোপন রাখতে তার প্রাণনাশের হুমকিও দেওয়া হয়। পরবর্তীতে বিষয়টি জানার পরেই পরিবারের পক্ষ থেকে শাহরুখের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দায়ের করা হয় হাবড়া থানায়। তার ভিত্তিতে তদন্তে নেমে এদিনই শাহরুখকে গ্রেফতার করেছে পুলিশ।