এসআইআর নিয়ে ছড়াচ্ছে বিভ্রান্তি হেল্পলাইন নম্বর চালু করল তৃণমূল
বর্তমান | ১২ নভেম্বর ২০২৫
নিজস্ব প্রতিনিধি, বারাসত: এসআইআর ইস্যু নিয়ে সাধারণ মানুষের মধ্যে ভয় ও বিভ্রান্তি ছড়িয়ে পড়েছে। ইনিউমারেশন ফর্ম পূরণ, কী কী কাগজ লাগবে, এমন একাধিক প্রশ্নে অনেকেই দিশাহারা। এই আবহে মানুষের পাশে দাঁড়াতে উদ্যোগী হয়েছে তৃণমূলের বসিরহাট সাংগঠনিক জেলা। দলের পক্ষ থেকে চালু করা হয়েছে দু’টি হেল্পলাইন নম্বর। যাতে ফোন করে মানুষ এসআইআর সম্পর্কিত যে কোনও সমস্যা জানাতে পারেন। নেতৃত্বের দাবি, হেল্পলাইনে ফোন করলে কর্মীরা বিষয়টি নথিভুক্ত করে যত দ্রুত সম্ভব সমাধানের ব্যবস্থা করে দেবেন। সকাল থেকে রাত পর্যন্ত হেল্পলাইন নম্বর চালু থাকবে।
মানুষের পাশে দাঁড়াতে সম্প্রতি তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ভার্চুয়াল বৈঠকে কর্মীদের নির্দেশ দিয়েছেন। তাঁর বার্তা ছিল— ‘এখন সময় প্রমাণ করার। মানুষের পাশেই থাকে তৃণমূল।’ সেই নির্দেশ মেনেই বসিরহাট জেলা নেতৃত্ব এই হেল্পলাইন নম্বর চালু করল। ভৌগোলিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা বসিরহাট। মূলত বাংলাদেশের সীমান্তঘেঁষা এই এলাকা। তাছাড়া গোটা মহকুমাই কার্যত নদীবেষ্টিত। ফলে, যোগাযোগের ক্ষেত্রে অনেকেরই সমস্যা হয়। তাই নাগরিক পরিষেবা আরও সহজ করতে উদ্যোগী হয়েছে তৃণমূলের জেলা নেতৃত্ব। দলীয় সূত্রে জানা গিয়েছে, বসিরহাট মহকুমায় মোট ১,৮৮৬টি বুথ রয়েছে। প্রতিটি বুথেই দলের তরফে একটি টিম তৈরি করে দেওয়া হয়েছে। সাতটি বিধানসভায় মোট ১০টি ওয়ার রুম খোলা হয়েছে। তাছাড়া মানুষের জটজলদি সাহায্যের জন্য চালু হয়েছে হেল্পলাইন নম্বর। ফোনে পাওয়া অভিযোগ বা সমস্যা লিখে রাখা হবে এবং প্রয়োজনে দলীয় প্রতিনিধিরা সরাসরি সংশ্লিষ্ট ব্যক্তির কাছে গিয়ে সাহায্য করবেন। নেতৃত্বের দাবি, মানুষের ভয় দূর করাই এখন সবচেয়ে জরুরি। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, রাজ্যের মধ্যে বসিরহাট তৃণমূলের প্রথম সাংগঠনিক জেলা, যারা এসআইআর ইস্যুতে হেল্পলাইন চালু হল। হেল্পলাইন নম্বরটি হল ৯১৩৪২৯২৯২১ ও ৯১৩৪২৯২৯২২।
ইতিমধ্যেই অনেকে এই নম্বরে ফোন করে ইনিউমারেশন ফর্ম পূরণের বিষয়ে জানতে চেয়েছেন। সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত মিলবে এই সহায়তা। এ নিয়ে তৃণমূলের বসিরহাট সাংগঠনিক জেলার সভাপতি বুরহানুল মোকাদ্দেম (লিটন) বলেন, এসআইআর নিয়ে মানুষের পাশে দাঁড়াতেই এই ভাবনা। আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ, এসআইআর নিয়ে কোনও গাফিলতি চলবে না। এমনিতেই দলের কর্মীরা মাঠে নেমে মানুষকে সাহায্য করছেন। ক্যাম্পে বসে ফর্ম পূরণ করছেন। তিনি জানান, সোমবার বসিরহাট শহরে জেলার কেন্দ্রীয় কার্যালয়ের উদ্বোধন হয়েছে।