এক কোটিতে হাবড়া হাসপাতালের উন্নয়ন, প্রস্তাব পাঠালেন বিধায়ক, কাজ নিয়ে প্রশাসনিক বৈঠক
বর্তমান | ১২ নভেম্বর ২০২৫
নিজস্ব প্রতিনিধি, বারাসত: চিকিৎসা পরিষেবাকে উন্নত করতে একাধিক উদ্যোগ নিচ্ছে রাজ্য সরকার। সেই মতো হাবড়া হাসপাতালকে সাজিয়ে তুলতে উদ্যোগী হয়েছেন বিধায়ক জ্যোতিপ্রিয় মল্লিক। এলাকা উন্নয়ন তহবিলের টাকায় হাসপাতালের ১৭টি কাজের জন্য এক কোটিরও বেশি টাকার প্রস্তাব তিনি পাঠিয়েছেন জেলাদপ্তরে। কয়েক দিনের মধ্যেই সেই টাকার অনুমোদন মিলবে বলেই আশাবাদী বিধায়ক। তারপরেই কাজ শুরু হবে। সেই জন্য মঙ্গলবার হাবড়া হাসপাতাল ঘুরে দেখলেন প্রশাসনের আধিকারিকরা। উপস্থিত ছিলেন হাবড়া ১-এর বিডিও সুবীর দণ্ডপাট, হাবড়া ১ পঞ্চায়েত সমিতির সভাপতি নেহাল আলি, হাবড়া থানার আইসি অনুপম চক্রবর্তী, হাসপাতালের সুপার বিবেকানন্দ বিশ্বাস প্রমুখ।
রেশন দুর্নীতি মামলায় জেলমুক্ত হওয়ার পর হাবড়ার একাধিক উন্নয়নের কাজে হাত দিয়েছেন জ্যোতিপ্রিয়। কেননা, তাঁর অনুপস্থিতির সময়ে বিধায়ক উন্নয়ন তহবিলের টাকা পড়েই ছিল জেলাশাসকের দপ্তরে। তাই বকেয়া কাজ দ্রুত শেষ করতে চাইছেন তিনি। ব্লক প্রশাসন সূত্রে জানা গিয়েছে, কাজের তালিকায় রয়েছে একটি বাউন্ডারি ওয়াল, ৬০টি সিসি ক্যামেরা, ২০ মিটার উচ্চতার ১০টি হাই মাস্ট আলো, ২০টি এলইডি স্ট্রিট লাইট, ৪০টি স্ট্যান্ড ফ্যান, একটি ডিপ টিউবওয়েল।
পাশাপাশি রোগীর পরিবারের যাতায়াতের সুবিধার্থে ১০০ মিটার পেভার ব্লকের রাস্তা, একটি সাইবার ক্যাফে হবে, চিকিৎসকদের জন্য এগজিকিউটিভ চেয়ারও কেনা হবে। একইসঙ্গে হাসপাতালের সৌন্দর্যায়নের জন্য বসানো হবে গাছ। সব মিলিয়ে মোট ১৭টি প্রকল্পের জন্য বিধায়ক তহবিলের ১ কোটি টাকা খরচ হবে বলেই প্রাথমিকভাবে এস্টিমেট তৈরি করেছে ব্লক প্রশাসন।
উল্লেখ্য, ইতিমধ্যেই বিধায়ক উন্নয়ন তহবিলের প্রায় ৬৮ লক্ষ টাকায় একাধিক কাজ চলছে হাবড়া হাসপাতালে। হাবড়ার বিধায়ক জ্যোতিপ্রিয় বলেন, নতুন করে হাসপাতালের জন্য ১৭টি প্রকল্পের কাজ হবে। মূলত আমাদের লক্ষ্য মানুষকে পরিষেবা দেওয়া। আশা করি দ্রুত এই কাজের অনুমোদন পাব। আর সে জন্যই এদিন প্রশাসনিক দল হাসপাতাল পরিদর্শন করে। এনিয়ে হাবড়া ১-এর বিডিও সুবীর দণ্ডপাট বলেন, হাসপাতালের উন্নতির জন্য বিধায়ক তহবিলের অর্থে প্রথম দফার কাজ চলছে। আর দ্বিতীয় দফার কাজের প্রস্তাব রোগী কল্যাণ সমিতি হয়ে জেলায় গিয়েছে। তাই কাজের সার্বিক দিক খতিয়ে দেখতে বৈঠক হল এদিন।