দিল্লি বিস্ফোরণে প্রাণ গেল ২ বন্ধুর, দীর্ঘদিন পর দেখা করতে গিয়ে মর্মান্তিক পরিণতি
প্রতিদিন | ১২ নভেম্বর ২০২৫
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দীর্ঘদিন পর দেখা করার পরিকল্পনা করেছিলেন দুই বন্ধু। সেই মতো এসেছিলেন লালকেল্লার কাছে। কিন্তু সেই রিউনিয়ানের যে এরকম মর্মান্তিক পরিণতি হবে, তা স্বপ্নেও ভাবেননি দু’জনে। সোমবার লালাকেল্লার কাছে বিস্ফোরণে দুই বন্ধুরই মৃত্যু হয়েছে।
পুলিশ সূত্রে খবর, মৃতদের নাম অশোক কুমার এবং লোকেশ আগরওয়াল। অশোক দিল্লির একজন বাস কন্ডাক্টর ছিলেন এবং লোকেশ ছিলেন একজন সার ব্যবসায়ী। তাঁর বাড়ি ছিল উত্তরপ্রদেশের হাসানপুরে। জানা গিয়েছে, সম্প্রতি লোকেশ তাঁর এক আত্মীয়কে হাসপাতলে ভর্তি করতে দিল্লিতে এসেছিলেন। সেই সূত্রেই তিনি অশোকের সঙ্গে দেখা করার পরিকল্পনা করেন। অবশেষে সোমবার লালকেল্লার কাছে এক হন দুই বন্ধু। কিন্তু তারপরই ঘটে যায় সেই ভয়াবহ ঘটনা।
উল্লেখ্য, সোমবার দিল্লিতে বিস্ফোরণে অন্তত ১৩ জনের মৃত্যু হয়েছে। জঙ্গি হামলা হিসাবে ঘোষণা না করা হলেও তদন্তের গতিপথ সেদিকেই ইঙ্গিত করছে। এমনকী, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মঙ্গলবার ভুটান থেকে পরিষ্কার জানিয়েছেন, ষড়যন্ত্রকারীদের কাউকেই রেহাই দেওয়া হবে না। সূত্রের খবর, হামলার নেপথ্যে রয়েছে জঙ্গি সংগঠন জইশ-ই-মহম্মদ। যদিও কোনও জঙ্গি গোষ্ঠী এখনও পর্যন্ত হামলার দায়স্বীকার করেনি। সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে, বিস্ফোরণের আগে সুনহেরি মসজিদের পার্কিং লটে ৩ ঘণ্টা অপেক্ষা করছিল ঘাতক গাড়িটি। সেই সূত্র ধরে ইতিমধ্যেই আটক করা হয়েছে দুই সন্দেহভাজনকে।