• নতুন বছর শুরুর আগেই সুখবর! ২০২৬-এ রান্নাঘরে পাইপে গ্যাস
    এই সময় | ১২ নভেম্বর ২০২৫
  • এই সময়, কোচবিহার: নতুন বছর শুরুর আগেই কোচবিহারবাসীর জন্য সুখবর! জানুয়ারির থেকে তাঁদের পিএনজি (পাইপড ন্যাচারাল গ্যাস) গ্যাসের সংযোগ দিতে চলেছে ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড। বর্তমানে এলপিজি (লিকুইড পেট্রোলিয়াম গ্যাস) পরিষেবা পাচ্ছেন বাসিন্দারা। জানা গিয়েছে, শহরের ১ থেকে ৫ নম্বর ওয়ার্ডের মধ্যে প্রথম ধাপে প্রায় পাঁচ হাজার বাড়িতে এই সংযোগ পৌঁছে দেওয়া লক্ষ্য নিয়েছে ভারত পেট্রোলিয়াম। ৩ হাজারের বেশি বাড়িতে ইতিমধ্যে মিটার বসানোর কাজ শেষ হয়েছে।

    প্রজেক্ট কো-অর্ডিনেটর মৃন্ময়কুমার ঘোষ জানিয়েছেন, রাজ্যের মধ্যে প্রথম কোচবিহারেই পিএনজি পরিষেবা শুরু হতে চলেছে। জানুয়ারি মাস থেকে পরিষেবা চালু হবে। তিনি আরও জানান, বর্তমানে প্রতি কেজি গ্যাস ব্যবহারে ৭০ থেকে ৭২ টাকা খরচ হয়। সেই খরচ কেজিতে ৫২ টাকার আশেপাশে চলে আসবে। এলপিজি সিলিন্ডারে অন্তত দু'কেজি গ্যাস ব্যবহার করা যায় না। কিন্তু এই পরিষেবায় গ্যাস নষ্ট হওয়ার কোনও আশঙ্কা নেই।

    বাসিন্দারা যতটা গ্যাস ব্যবহার করবেন, সেই হিসেবেই বিল হবে। প্রতি বাড়িতে সংযোগ নিতে ৬ হাজার টাকা খরচ হবে। এককালীন বিল মেটানোর সুবিধা থাকলেও কিস্তিতেও বিল মেটানোর সুবিধা থাকবে। প্রতি দু'মাস অন্তর মিটারের ইউনিট হিসেবে গ্যাসের বিল আসবে। কোচবিহারের বোকালির মঠ আমবাড়ি এলাকায় সিটিগেট স্টেশনটি তৈরি করা হচ্ছে। সেখান থেকেই গ্যাস পাইপ লাইনের মাধ্যমে প্রথমে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগমের সেন্ট্রাল বাস টার্মিনাসে মাদার স্টেশনে আসবে। তারপরে পাইপের মাধ্যমে বাড়ি বাড়ি সরবরাহ করা হবে।

    জানা গিয়েছে, শুধু কোচবিহার শহরে প্রায় ১৩ হাজার বাড়িতে সংযোগ দেওয়ার লক্ষ্য রয়েছে ভারত পেট্রোলিয়ামের। ধাপে ধাপে শহর লাগোয়া গ্রাম পঞ্চায়েত এলাকাগুলোতেও পৌঁছবে পরিষেবা। কোচবিহারের পাশাপাশি আলিপুরদুয়ার এবং ফালাকাটাতেও আগামী কয়েক বছরের মধ্যে এই প্রকল্প চালুর পরিকল্পনা রয়েছে।

  • Link to this news (এই সময়)