• দিল্লিতে নিরাপত্তা বিষয়ক ক্যাবিনেট বৈঠক, গাড়ি বিস্ফোরণের তদন্তে নজর, আর কী রয়েছে খবর?
    এই সময় | ১২ নভেম্বর ২০২৫
  • লালকেল্লার কাছে বিস্ফোরণের পর 'আত্মঘাতী হামলা'র যাবতীয় দিক খতিয়ে দেখছে তদন্তকারী সংস্থাগুলি ৷ একই সঙ্গে দিল্লি এবং জম্মু-কাশ্মীর পুলিশ যৌথ ভাবে কাজ করছে৷ বিস্ফোরণের ঘটনায় জড়িত সন্দেহে মঙ্গলবার রাত পর্যন্ত ৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার এই ঘটনার তদন্ত কোন দিকে মোড় নেয়, সেই দিকে থাকবে নজর।

    দিল্লিতে গাড়ি বিস্ফোরণের ঘটনার তদন্ত শুরু করেছে NIA। রাজধানীতে এ ভাবে হামলার ঘটনায় চরম বিড়ম্বনায় রয়েছে কেন্দ্রীয় সরকার। বিরোধীরা এই ঘটনা নিয়ে সরব হয়েছে। এই পরিস্থিতিতে বুধবার সন্ধ্যায় নিরাপত্তা বিষয়ক ক্যাবিনেট কমিটির বৈঠক হবে। ভুটান সফর সেরে এ দিনই রাজধানীতে ফিরবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই বৈঠকে তাঁর যোগ দেওয়ার কথা।



    সুপ্রিম কোর্টে রাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ মামলার শুনানি হবে। দুই বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচীর এজলাসে এই শুনানি হওয়ার কথা। শুনানিতে কী হলো তার দিকে থাকবে নজর।

    দীপাবলির পর থেকে ক্রমেই বাড়ছে দিল্লির দূষণ। শুরু হয়েছে GRAP-III স্টেজের বিধিনিষেধ। এ বার স্কুলগুলিতে পঞ্চম শ্রেণি পর্যন্ত হাইব্রিড মোডে ক্লাস করার নির্দেশ দিল দিল্লির সরকার। আজ, বুধবার থেকেই এই পদ্ধতিতে শুরু হবে পঠনপাঠন।

  • Link to this news (এই সময়)