বলিউড স্টার গোবিন্দ হাসপাতালে ভর্তি। সূত্রের খবর, বুধবার ভোরে বাড়িতে হঠাৎই অচৈতন্য হয়ে পড়েন অভিনেতা। সঙ্গে সঙ্গে তাঁকে মুম্বইয়ের জুহুর এশিয়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়। গোবিন্দাকে ক্রিটিকাল কেয়ার ইউনিটে ভর্তি করানো হয়েছে।
দিল্লির বিস্ফোরণের ঘটনার পরে ভারতে বসবাসকারী তাদের নাগরিকদের জন্য বিশেষ নির্দেশিকা জারি করেছে ব্রিটেন দূতাবাস। সে দেশের নাগরিকদের ভারত-পাকিস্তান সীমান্ত থেকে কমপক্ষে ১০ কিলোমিটার দূরে থাকার আহ্বান জানানো হয়েছে। জম্মু ও কাশ্মীরের পহেলগাম, গুলমার্গ, সোনামার্গ, শ্রীনগর এবং জম্মু-শ্রীনগর জাতীয় মহাসড়কের মতো জনপ্রিয় পর্যটন কেন্দ্রগুলিতে যেতে নিষেধ করেছে।
লালকেল্লার কাছে বিস্ফোরণের ঘটনায় তদন্তকারী সংস্থা মনে করছে, সামরিক-গ্রেডের বিস্ফোরক ব্যবহার করা হয়েছিল। বিস্ফোরণের তীব্রতা এবং প্রভাবের ধরন দেখে সেটাই মনে করা হচ্ছে। সোমবার বিস্ফোরণের কয়েক ঘণ্টা আগেই ফরিদাবাদে অ্যামোনিয়াম নাইট্রেট-সহ প্রায় ২,৯০০ কেজি বোমা তৈরির উপকরণ উদ্ধার করা হয়েছিল।