• দিওয়ালিতেই ছিল হামলার প্ল্যান! একাধিকবার লালকেল্লা রেইকিতে উমর, জেরায় চাঞ্চল্যকর তথ্য
    এই সময় | ১২ নভেম্বর ২০২৫
  • দিওয়ালিতেই দিল্লির দিল-কে কাঁপিয়ে দেওয়ার ছক ছিল টেরিরিস্ট মডিউল-এর। আলোর উৎসবে গোটা ভারতকে কাঁপিয়ে দেওয়ার ষড়যন্ত্র ছিল জঙ্গিদের। সেই উদ্দেশ্যে লালকেল্লায় বারবার রেকিও করা হয়েছিল। আল ফালাহ মেডিক্যাল থেকে ধৃত চিকিৎসক মুজাম্মিলকে জেরা করেই মিলেছে এই চাঞ্চল্যকর তথ্য বলে দাবি এনডিটিভি-এর প্রকাশিত রিপোর্টে।

    সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, ফরিদাবাদ থেকে ধৃত সন্দেহভাজন চিকিৎসক মুজাম্মিলের ফোনের ডেটা থেকে মিলেছে একাধিক মোড় ঘোরানো তথ্য। এনডিটিভি-এর রিপোর্টে উল্লেখ জেরায় মুজাম্মিল পুলিশকে জানিয়েছে, প্রথমে দিওয়ালিতে দিল্লির জনবহুল জায়গায় নাশকতার ছক কষা হয়েছিল। কিন্তু পরে সেই পরিকল্পনা বাতিল করে আরও বড় নাশকতার ছক কষছিল জঙ্গিরা।

    এখানেই শেষ নয়, লালকেল্লা বিস্ফোরণে ব্যবহৃত গাড়িতে থাকা চিকিৎসক উমর উন নবি এবং ডাঃ মুজাম্মিল শাকিল একাধিক বার লালকেল্লায় গিয়েছিল বলে জানা গিয়েছে। ফরিদাবাদ থেকে দিল্লি এসে লালকেল্লা ও লালকেল্লা সংলগ্ন অঞ্চলে বার বার ঢুঁ মেরেছে সন্দেহভাজন মুজাম্মিল, সেই তথ্য মিলেছে তাঁর ফোনেই।

    তদন্তকারীদের অনুমান, ধৃত জঙ্গি মডিউলের নিশানায় ছিল দিল্লির প্রাণকেন্দ্র লালকেল্লা। দিওয়ালিতে নাশকতা ঘটানোর ছক বানচাল হওয়ার পর আগামী প্রজাতন্ত্র দিবসকে পাখির চোখ করেছিল জঙ্গিরা। ২৬ জানুয়ারি লালকেল্লা থেকেই জাতির উদ্দেশে ভাষণ দেন প্রধানমন্ত্রী। সেই দিনই হামলার প্রস্তুতি হিসেবেই এই বিপুল সংখ্যক বিস্ফোরক মজুত করা হয়েছিল কি না তা খতিয়ে দেখছে তদন্তকারীরা।

    উল্লেখ্য, সোমবার সন্ধ্যায় দিল্লিতে লালকেল্লার কাছেই গাড়িতে ঘটে বিস্ফোরণ। সেই বিস্ফোরক বোঝাই গাড়িটি চালাচ্ছিলেন ডাঃ মুজাম্মিলের সহকর্মী ও সহযোগী ডাঃ উমর উন নবি।

  • Link to this news (এই সময়)