আজ, বুধবার মরশুমের শীতলতম দিন, শহরে একধাক্কায় প্রায় তিন ডিগ্রি নামল পারদ
বর্তমান | ১২ নভেম্বর ২০২৫
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: পূর্বাভাস মতোই রাজ্যে শুরু হয়েছে শীতের দাপট। আজ, বুধবার শহরে মরশুমের শীতলতম দিন। এমনটাই জানাচ্ছে হাওয়া অফিস। এদিন শহরের সর্বনিম্ন তাপমাত্রা নেমে গিয়েছে ১৭ ডিগ্রি সেলসিয়াসের ঘরে। আজ, বুধবার সকালে শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৭.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৩.১ ডিগ্রি সেলসিয়াস কম। গতকাল, মঙ্গলবার শহরের সর্বাধিক তাপমাত্রা ছিল ২৮.৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ২.৪ ডিগ্রি সেলসিয়াস কম।নভেম্বর মাসেই শহর থেকে জেলায় শীতের আমেজ উপভোগ করছেন বঙ্গবাসী। আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে, এদিন শহরের আকাশ থাকবে পরিষ্কার। সর্বাধিক তাপমাত্রা থাকতে পারে ২৯ ডিগ্রি সেলসিয়াসের ঘরে। অর্থাৎ কিছুটা হলেও দিনের শেষে বাড়তে পারে তাপমাত্রা। জেলাতেও একধাক্কায় কমেছে অনেকটা তাপমাত্রা। গত ২৪ ঘণ্টায় শহরে কোথাও বৃষ্টি হয়নি।