• ভূতের ভয়ে বিধানসভায় বাড়ছে নিরাপত্তাব্যবস্থা
    দৈনিক স্টেটসম্যান | ১২ নভেম্বর ২০২৫
  • পশ্চিমবঙ্গ বিধানসভায় ভূতের উপদ্রব। এই কারণে রীতিমতো ঘুম উড়েছে বিধানসভায় রাতের নিরাপত্তায় মোতায়েন থাকা নিরাপত্তারক্ষীদের। পশ্চিমবঙ্গ বিধানসভার বাইরের নিরাপত্তার দায়িত্বে রয়েছে কলকাতা পুলিশ। কিন্তু বিধানসভার ভেতরে নিরাপত্তার জন্য একটি বিশেষ বাহিনী রয়েছে স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের অধীনে। তাঁরাই বছরভর বিধানসভার নিরাপত্তার দায়িত্ব পালন করে।

    সম্প্রতি বিধানসভার ভূতের অস্তিত্ব অনুভব করেছেন নিরাপত্তারক্ষীরা। এক নিরাপত্তারক্ষীর কথায়, ‘রাতের দিকে গা-টা কেমন ছমছম করে। রাতে বিধানসভার ভিতরে গেলে মনে হয়, পাশ দিয়ে কে যেন চলে গেল। একদিন বিধানসভার সাউথ লবিতে ডিউটি করতে গিয়ে আমার একটু ভিন্ন অভিজ্ঞতা হয়েছে। যেমন, যে লাইট আমরা কোনও দিন জ্বালাই না, সেই লাইট আমরা জ্বলতে দেখেছি, অথচ কোথাও কেউ নেই।’

    পশ্চিমবঙ্গ বিধানসভা ভবনের ভিতরে রাতে কেউ থাকেন না। বাইরে প্রহরায় থাকেন নিরাপত্তারক্ষীরা। কখনও বিশেষ প্রয়োজনে রাতে তাঁরা অন্দরে প্রবেশ করেন। আর ভেতরে গেলেই শুরু হয় ‘তেনাদের উপদ্রব’। এমন খবরই প্রকাশ করেছে নানা সংবাদমাধ্যম। যদিও ভূতের অস্তিত্ব মানতে নারাজ স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। তবে নিরাপত্তারক্ষীদের কথা শুনে তিনি রাতে বিধানসভার অন্দরে নিরাপত্তারক্ষী বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন।

    বিমানের কথায়, ‘এত বড় বিধানসভা বিল্ডিং ঘুরে ঘুরে একা পাহারা দিতে নিরাপত্তারক্ষীরা ভয় পেত। বিধানসভার গেটে চার জন করে পুলিশকর্মী রাতের নিরাপত্তায় থাকেন। আমি একদিন রাতের বেলায় বিধানসভায় এসেছিলাম, সে দিন সব লাইট বন্ধ দেখে আমি অবাক হয়েছিলাম। ওই দিন একটা ইলেকট্রিসিটি ফল্ট হয়েছিল। তার পর থেকেই আমরা রাতের নিরাপত্তা বাড়িয়ে দিয়েছি।’
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)