বন্দি ১৮ জনের বেশি সন্দেহভাজন জঙ্গি! দিল্লি বিস্ফোরণের পরই লখনউ জেলে বাড়ল নিরাপত্তা
প্রতিদিন | ১২ নভেম্বর ২০২৫
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দিল্লি বিস্ফোরণের পরেই দেশজুড়ে লাল সতর্কতা জারি করা হয়েছে। সমস্ত বড় শহরের নিরাপত্তায় জোর দেওয়া হয়েছে। চলছে জোর তল্লাশি। এর মধ্যেই লখনউ জেলের নিরাপত্তা বাড়াল উত্তরপ্রদেশ পুলিশ প্রশাসন। জেলের হাই সিকিউরিটি জোনে বর্তমানে ৫০ জনেরও বেশি বিচারাধীন বন্দি রয়েছে। যার মধ্যে ১৮ জনেরও বেশি সন্দেহভাজন জঙ্গি বন্দি রয়েছে। ফলে নিরাপত্তায় কোনও খামতি রাখতে চাইছে না জেল প্রশাসন। আর তাই দিল্লি বিস্ফোরণের পরেই লখনউ জেলের নিরাপত্তা এক ধাক্কায় অনেকটাই বাড়িয়ে দেওয়া হয়েছে।
সোমবার সন্ধ্যায় লালকেল্লার সামনে প্রবল বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণে এখনও পর্যন্ত ১৩ জনের মৃত্যু হয়েছে। ঘটনার পরেই উত্তরপ্রদেশের সমস্ত জায়গার নিরাপত্তা বাড়ানো হয়েছে। নাকাতল্লাশি থেকে শুরু করে নজরদারি বাড়ানো হয়েছে। সেই মতো লখনউ জেলের নিরাপত্তাতেও কোনও খামতি রাখতে চাইছেন না জেল আধিকারিকরা। আধিকারিকরা জানিয়েছেন, ১৮ জনেরও বেশি সন্দেহভাজন জঙ্গি বন্দি রয়েছে সেখানে। আর তাই দিল্লি বিস্ফোরণের পরেই জেলের আধিকারিকরা একটি উচ্চ পর্যায়ের বৈঠক করেন। যেখানে গোটা জেলের নিরাপত্তায় বাড়তি সুরক্ষাকর্মী মোতায়েন করা হয়েছে।
এছাড়াও বাড়ানো হয়েছে সিসিটিভি নিরাপত্তাও। এখানেই শেষ নয়, কোনও সন্দেহজনক বস্তু যাতে জেলের ভিতরে যেতে না পারে সেজন্য প্রত্যেক জেলকর্মীকে পরীক্ষা করা হচ্ছে। শুধু তাই নয়, জেলে ঢোকার ক্ষেত্রে আধার কার্ড এবং পরিচয় পত্র দেখানো বাধ্যতামূলক করে দেওয়া হয়েছে। এছাড়াও বাইরে থেকে কেউ জেলে থাকা ব্যক্তির সঙ্গে দেখা করতে আসেন তাঁদের ক্ষেত্রেও বিশেষ সতর্কতা নেওয়া হচ্ছে। রাখা হচ্ছে বিশেষ নজর।
অন্যদিকে এদিন সকাল থেকে লালকেল্লা সহ-দিল্লির বিভিন্ন জায়গায় তল্লাশি চালানো হয়। একইসঙ্গে জম্মু ও কাশ্মীরের বিভিন্ন জায়গাতেও তল্লাশি চালানো হচ্ছে সেনার তরফে। ইতিমধ্যে দিল্লি বিস্ফোরণ কাণ্ডে পুলওয়ামা যোগ সামনে এসেছে। এরপরেই ভূস্বর্গে তল্লাশি। শুধু তাই নয়, দেশের অন্যান্য প্রান্তেও তল্লাশি চলছে বলে খবর।