• বেপরোয়া গাড়ির ধাক্কায় মৃত্যু, কুকুর ‘খুনে’র মামলা দায়ের পথচারীর, তদন্তে পুলিশ
    প্রতিদিন | ১২ নভেম্বর ২০২৫
  • অর্ণব আইচ: বেপরোয়া গাড়ির ধাক্কায় প্রাণ গিয়েছে কুকুরের। রাস্তার কুকুর হলেও সেটির দেখভাল করতেন এলাকার বাসিন্দারা। চোখের সামনে পথ দুর্ঘটনায় ভয়াবহ ওই মৃত্যু দেখে থেমে থাকতে পারেননি অভিযোগকারী। শেষ পর্যন্ত গাড়ির ধাক্কায় ‘কুকুর খুনে’র মামলা দায়ের করলেন থানায়। একটি মালবাহী গাড়ির চালকের বিরুদ্ধে মধ‌্য কলকাতার গিরিশ পার্ক থানায় দায়ের হয়েছে ওই অভিযোগ। গাড়ির চাকায় পিষ্ট হয়ে পথচারীর মৃত্যু নতুন কিছু নয়। আবার কুকুর, বিড়ালের মতো পশুর মৃত্যু হলেও সাধারণত কোনও মামলা দায়ের হয় না। কিন্তু এই ক্ষেত্রে ছাড় পায়নি বেপরোয়া মালবাহী গাড়ির চালক।

    পুলিশ জানিয়েছে, সোমবার বিধান সরণি ধরে যাচ্ছিলেন উত্তর কলকাতার আমহার্স্ট স্ট্রিট এলাকার ওই বাসিন্দা। তাঁর চোখের সামনেই প্রচণ্ড গতিতে বিধান সরণি ধরে বিবেকানন্দ রোডের দিকে যাচ্ছিল মালবাহী গাড়িটি। তখনই রাস্তা পার হচ্ছিল কালো রঙের কুকুরটি। ওই কুকুরটিকে এলাকার বাসিন্দারা ভালবাসতেন। এমনকী, যাঁরা ওই এলাকায় প্রায়শই যাতায়াত করতেন, তাঁদেরও পছন্দ ছিল কুকুরটি। অভিযোগকারী নিজেও কুকুরটিকে খাওয়াতেন। সেটি অসুস্থ হলে দেখাশোনাও করতেন। তিনি চোখের সামনে দেখেন, কুকুরটি রাস্তা পার হওয়ার সময়ই প্রচণ্ড গতিতে আসা ওই মালবাহী গাড়িটি প্রথমে ধাক্কা দেয় কুকুরটিকে। এর পরও গাড়িটি থেমে থাকেনি। গাড়িটির চাকা পিষে দেয় ‘পোষ‌্য’টিকে। তিনি ও আরও কয়েকজন দৌড়ে যান। কুকুরটি তাঁদের দিকে কয়েক সেকেন্ড তাকিয়ে থাকে। তাঁরা কুকুরটিকে জল খাইয়ে শুশ্রূষা করার চেষ্টা করেন। কিন্তু মৃত্যুর কোলে ঢলে পড়ে সারমেয়টি। রাস্তা ভরে যায় রক্তে। এই ধরনের পথ দুর্ঘটনার পর অনেকেই প্রাণীর দেহ রাস্তার একপাশে ফেলে দেন। তার পর পুরসভার গাড়ি সেটিকে নিয়ে যায়।

    কিন্তু ওই ব‌্যক্তি পুলিশকে জানান, এভাবে ইচ্ছাকৃতভাবে বেপরোয়া গাড়ি চালিয়ে দুর্ঘটনা ঘটানো খুনেরই নামান্তর। তিনি ওই মালবাহী গাড়ির চালকের বিরুদ্ধে গিরিশ পার্ক থানায় কুকুর খুনের অভিযোগ জানান। ওই অভিযোগের ভিত্তিতে পুলিশ প্রাণীর উপর অত‌্যাচার, প্রাণী হত‌্যা ও বেপরোয়াভাবে গাড়ি চালানোর ধারা রুজু করে মামলা দায়ের করে। মৃত কুকুরের দেহটি সযত্নে রেখে দিয়েছিলেন এলাকার বাসিন্দারা। ওই দেহটি পুলিশ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়। পুলিশের সূত্র জানিয়েছে, ময়নাতদন্তের চূড়ান্ত রিপোর্টের জন‌্য তাঁরা অপেক্ষা করছেন। যদিও পথ দুর্ঘটনার কারণে যে মৃত্যু হয়েছে, তা পশু চিকিৎসকরা পুলিশকে জানিয়েছেন। অভিযুক্ত গাড়ি চালকের বিরুদ্ধে আইনি ব‌্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
  • Link to this news (প্রতিদিন)