• SSC-র মামলা চলাকালীন একদল ‘অত্যুৎসাহী’র হাততালি, এর পরেই যা বললেন বিচারপতি অমৃতা সিনহা...
    এই সময় | ১২ নভেম্বর ২০২৫
  • স্কুল সার্ভিস কমিশনের কোনও মামলার শুনানি হলেই হাইকোর্ট চত্বরে অনেক মামলাকারী ভিড় করেন। মামলার শুনানির সময় অনেকে আদালত কক্ষে থাকেন। তবে এ বার থেকে আর সেই সুযোগ মিলবে না। বুধবার আদালতে যা ঘটেছে, তার পরে বিচারপতি অমৃতা সিনহার স্পষ্ট বার্তা— Mass রিলেটেড মামলায় অর্থাৎ, যে মামলার সঙ্গে একসঙ্গে অনেকে যুক্ত, সেখানে মক্কেলদের এজলাসে ঢুকতে দেওয়া হবে না।

    ‘যোগ্য’দের ১০ নম্বর দেওয়া হবে কি না সেই মামলার শুনানি ছিল এ দিন। শিক্ষকতার পূর্ব অভিজ্ঞতায় ১০ নম্বর বরাদ্দের কথা এসএসসি জানিয়েছিল নিয়োগ-প্রক্রিয়া শুরুর আগেই। কিন্তু অভিজ্ঞতায় নম্বর বরাদ্দের সেই বিধি নিয়েই চলতি মাসে নতুন করে মামলা করা হয় হাইকোর্টে।

    বুধবার বিচারপতি অমৃতা সিনহার এজলাসে সেই মামলার শুনানি ছিল। দুই আইনজীবীর মধ্যে সওয়াল জবাব চলাকালীন যখন আইনি লড়াই তুঙ্গে, এক পক্ষের আইনজীবীর সওয়াল শুনে একদল অত্যুৎসাহী হাততালি দিয়ে ওঠেন।

    তাতেই অত্যন্ত বিরক্ত হন বিচারপতি সিনহা। মামলার মক্কেলদের বের করে দেন এজলাস থেকে। সেই সময় আবার প্রবীণ আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য একটি WhatsApp মেসেজ দেখান আদালতে। এ দিন মামলা চলাকালীন যা কেউ পাঠিয়ে এক পক্ষের মক্কেলদের সকাল থেকে এজলাসে ভিড় করার পরামর্শ দেন। তাতে আদালতের উপরে চাপ থাকবে বলে ইঙ্গিত দেওয়া হয় ওই মেসেজে।

  • Link to this news (এই সময়)