• জলপাইগুড়ি মেডিকেলের অধীন সদর হাসপাতালে নতুন ডায়ালিসিস মেশিন, উপকৃত হবেন রোগীরা
    বর্তমান | ১২ নভেম্বর ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: জলপাইগুড়ি মেডিকেলের অধীন সদর হাসপাতালে পাঁচটি নয়া ডায়ালিসিস মেশিন এল। আজ, বুধবার থেকেই শুরু পরিষেবা। এর আগে জলপাইগুড়ি সদর হাসপাতালে যে ডায়ালিসিস মেশিনগুলি ছিল, সেগুলি অনেক পুরনো হয়ে গিয়েছিল। ফলে মাঝেমধ্যেই খারাপ হয়ে পড়ছিল। এর জেরে ভোগান্তি পোহাতে হচ্ছিল কিডনির অসুখে আক্রান্ত রোগীদের। পরিষেবা না পেয়ে প্রায়ই ফিরে যেতে হচ্ছিল তাঁদের।অবশেষে নতুন ডায়ালিসিস মেশিন আসায় নির্বিঘ্নে কিডনির রোগীদের ডায়ালিসিস পরিষেবা দেওয়া যাবে বলে জানিয়েছেন জলপাইগুড়ি মেডিকেলের সুপার কল্যাণ খাঁ। এদিন হলদিবাড়ি থেকে জলপাইগুড়ি সদর হাসপাতালে ডায়ালিসিস পরিষেবা নিতে এসেছিলেন ২৩ বছরের যশোধা রায়। সপ্তাহে তিনবার ডায়ালিসিস করাতে হয় তাঁকে। কিন্তু এতদিন পুরনো মেশিন মাঝেমধ্যেই বিগড়ে যাওয়ায় মেয়ের ডায়ালিসিস করাতে গিয়ে মারাত্মক সমস্যায় পড়তে হত বলে জানান যশোধার মা সোমা রায়।
  • Link to this news (বর্তমান)