ময়নাগুড়িতে নাবালিকার বিয়ে রুখলেন স্কুলের শিক্ষক-শিক্ষিকারা, গ্রেপ্তার ঠাকুমা সহ ২
বর্তমান | ১২ নভেম্বর ২০২৫
সংবাদদাতা, ময়নাগুড়ি: ম্যাডাম আমাকে বাঁচান। আর কিছুক্ষণ পরেই আমার ঠাকুমা আমার বিয়ে দেবে। ফোন করে গতকাল অর্থাৎ মঙ্গলবার রাতে এক সপ্তম শ্রেণীর ছাত্রী তাঁর শিক্ষিকাকে জানায়। এরপর জলপাইগুড়ির সেই শিক্ষিকা ময়নাগুড়ির স্কুলের অন্যান্য শিক্ষকদের পুরো বিষয়টি বলেন। শিক্ষকরা একত্রিত হয়ে স্থানীয় কাউন্সিলরকে নিয়ে হানা দেন সেই ছাত্রীর বাড়িতে। তাঁদের সঙ্গে যান এলাকার বেশ কয়েকজন স্থানীয় বাসিন্দাও। তাঁরা সকলে ঘটনাস্থলে গেলে পালিয়ে যাওয়ার চেষ্টা করে অভিযুক্ত। পরে গোয়ালঘর থেকে তাঁকে উদ্ধার করা হয়।ঘটনাটি ঘটে গতকাল রাতে ময়নাগুড়ির শহীদগড় স্কুলপাড়ায়। বিষয়টি জানিয়েছে খবর দেওয়া হয়েছে ময়নাগুড়ি থানাতেও। ময়নাগুড়ি থানার পুলিশ উদ্ধার করে ওই নাবালিকাকে। গ্রেফতার করা হয়েছে নাবালিকার ঠাকুমা এবং অভিযুক্ত আরও এক ব্যক্তিকে। জানা গিয়েছে ধৃত ব্যক্তির বাড়ি কোচবিহারের শীতলকুচি এলাকায়। নাম শঙ্কর বর্মন। অভিযুক্ত ঠাকুমার নাম সবিতা চক্রবর্তী। সেই ঠাকুমাই জোর করে ওই ব্যক্তির সঙ্গে বিয়ে দিচ্ছিলেন বলে নাবালিকার অভিযোগ।