নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: রাজ্যে এসআইআর আতঙ্কে ফের আত্মহত্যার অভিযোগ! এবার উত্তর ২৪ পরগনার গারুলিয়ায় আত্মঘাতী হলেন এক যুবক। তার নাম সুমন মজুমদার (৩২)। মৃতের মা দীপা মজুমদারের অভিযোগ, দু’দিন আগে বাড়িতে এসআইআর-এর ইনিউমারেশন ফর্ম এসেছে। তারপর থেকেই টেনশনে ছিল সুমন। কারণ ২০০২ সালে ওরা অশোকনগরে থাকত। ভোট দিত না। কোনও কাগজপত্র নেই। মৃতের মায়ের দাবি, সুমন বারবার বলতো, কাগজপত্রের দরকার। সুমন যখন খুব ছোট তখন আমার স্বামী মারা গিয়েছেন। আমার বাবা-মাও মারা গিয়েছে।কারোর ২০০২ সালের ভোটার লিস্টে নাম নেই। সুমন টোটো চালিয়ে সংসার চালাতো। গতকাল, মঙ্গলবার গভীর রাতে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে সে। বিএনবসু হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। গোটা ঘটনার তদন্তে নেমেছে নোয়াপাড়া থানার পুলিশ। পশ্চিমবঙ্গে এসআইআর প্রক্রিয়া শুরু হওয়ার পর থেকেই একের পর এক মৃত্যুর খবর সামনে এসেছে। কেউ আতঙ্কে আত্মঘাতী হয়েছেন আবার কেউ চিন্তায় অসুস্থ হয়ে মারা গিয়েছেন। কোথাও আবার বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন অনেকে।