জাতীয় জল পুরস্কার পেল বাংলা, গর্বের মুহূর্ত বার্তা মুখ্যমন্ত্রীর
দৈনিক স্টেটসম্যান | ১২ নভেম্বর ২০২৫
বাংলার মুকুটে জুড়ল আরও এক সাফল্যের পালক। কেন্দ্রীয় জল শক্তি মন্ত্রকের তরফে ২০২৪ সালের ষষ্ঠ জাতীয় জল পুরস্কারের আয়োজন করা হয়। দেশের সেরা শহরের স্থানীয় সংস্থাগুলির মধ্যে তৃতীয় স্থান অধিকার করেছে নবদিগন্ত ইন্ডাস্ট্রিয়াল টাউনশিপ অথরিটি অর্থাৎ সল্টলেকের সেক্টর ভি অঞ্চল।
জল সম্পদের সংরক্ষণ ও টেকসই ব্যবস্থাপনার স্বীকৃতি হিসেবে দেওয়া হয় এই পুরস্কার। সেই পুরস্কার এবার পেল নবদিগন্ত ইন্ডাস্ট্রিয়াল টাউনশিপ। সামাজিক মাধ্যমে কেন্দ্রীয় সরকারের একটি নথি পোস্ট করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পোস্টে গর্বের মুহূর্ত বলে উল্লেখ করেছেন মুখ্যমন্ত্রী।
তিনি পোস্টে লিখেছেন—‘আমাদের নবদিগন্ত শিল্প নগর কেন্দ্রীয় সরকারের জলশক্তি মন্ত্রকের তরফে অসামান্য জলসম্পদ সংরক্ষণ এবং ব্যবস্থাপনার জন্য ষষ্ঠ জাতীয় জল পুরস্কার, ২০২৪-এ সেনা নগর স্থানীয় সংস্থা বিভাগে শীর্ষ স্থান অর্জন করেছে।‘
কেন্দ্রীয় জল শক্তি মন্ত্রকের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পশ্চিমবঙ্গ থেকে এ বছর দু’টি প্রতিষ্ঠান পুরস্কৃত হয়েছে। নবদিগন্ত ইন্ডাস্ট্রিয়াল টাউনশিপ অথরিটি সেরা শহর স্থানীয় সংস্থা বিভাগে যৌথভাবে তৃতীয় স্থান অধিকার করেছে। অন্যদিকে কলকাতার আর্মি পাবলিক স্কুল সেরা স্কুল বা কলেজ বিভাগে যৌথভাবে প্রথম হয়েছে। আগামী ১৮ নভেম্বর দিল্লির বিজ্ঞান ভবনে পুরস্কার হিসেবে বিজয়ীদের দেওয়া হবে ট্রফি, প্রশংসাপত্র এবং অর্থ পুরস্কার।
রাজ্যে একাধিক প্রকল্প চলছে। বাংলার কন্যাশ্রী প্রকল্প বিশ্ববন্দিত। ছাত্রীদের পড়াশোনার জন্য রাজ্য সরকারের প্রকল্প রয়েছে। জলসম্পদকে ধরে রাখা ও মানুষের ব্যবহারের জন্যও মুখ্যমন্ত্রী ভাবনাচিন্তা করছেন। বৃষ্টির জল ধরে সেটি ব্যবহারের বার্তা দেন মুখ্যমন্ত্রী। রাজ্যের বিভিন্ন এলাকায় ‘জল ধরো, জল ভরো’ প্রকল্পে পুকুর, জলাশয়, খনন করা হয়েছে। কৃষিকাজের পাশাপাশি মাছচাষও হচ্ছে। প্রান্তিক এলাকার উন্নয়নের লক্ষ্যে রাজ্য সরকারের তরফে আরও বেশি পদক্ষেপ করা হচ্ছে।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন সেই সুখবর দিয়ে এক্স হ্যান্ডলে লিখেছেন, ‘এই স্বীকৃতি সুসংহত জল সরবরাহ এবং নগর স্থিতিস্থাপকতার প্রতি আমাদের প্রতিশ্রুতির একটি প্রমাণ। যাঁরা এটি সম্ভব করেছেন তাঁদের সকলকে আন্তরিক শুভেচ্ছা।‘