বুদ্ধদেব সেনগুপ্ত, নয়াদিল্লি: প্রাক্তন বিচারপতি ও সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায় বাংলায় ক্ষমতা দখলে কেন্দ্রীয় নেতৃত্বের সদিচ্ছা নিয়ে ঠিক কী বলেছেন? তিনি নিজের থেকে বলেছেন নাকি এর পিছনে দলের একাংশের মদত রয়েছে? জানতে চেয়ে বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যকে দিল্লিতে তলব করল কেন্দ্রীয় নেতৃত্ব। মঙ্গলবার সন্ধ্যায় বিজেপির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক (সংগঠন) বিএল সন্তোষের কাছে এই বিষয়ে জবাবদিহি করতে হয় শমীককে। এছাড়াও রাজ্য কমিটি গঠন নিয়ে দুজনের মধ্যে আলোচনা হয় বলে জানা গিয়েছে। বৈঠকে বাংলার পর্যবেক্ষক সুনীল বনশল ছিলেন বলে সূত্রের খবর।
সম্প্রতি বাংলা সম্পর্কে দলের কেন্দ্রীয় নেতৃত্বের মনোভাব নিয়ে প্রশ্ন তোলেন সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়। কার্যত কেন্দ্রীয় নেতৃত্বের বিরুদ্ধে তোপ দাগেন। গত বৃহস্পতিবার একটি সংবাদমাধ্যমে সাক্ষাৎকারে বাংলায় এসে দলের অবাঙালি নেতাদের প্রচারের বিরোধিতা করে বিস্ফোরক দাবি করেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। উত্তর ভারতের সঙ্গে পশ্চিমবঙ্গের মানুষের চিন্তাভাবনা মেলে না বলে দাবি করে তিনি বলেন, ‘‘হিন্দি বলয় থেকে নেতাদের এনে বাংলায় ভোট করানো যাবে না। পশ্চিমবঙ্গের মানুষের মন, মেজাজ, তাঁদের অভিমান, এ সব দিল্লিওয়ালা নেতারা বোঝেন না।’’ বাংলায় তাদের আসার বিরোধিতা করে সরাসরি দলের কেন্দ্রীয় নেতৃত্বের দিকেই আঙুল তোলেন তমলুকের সাংসদ। তাঁর এই মন্তব্য ভালোভাবে নিচ্ছে না কেন্দ্রীয় নেতৃত্ব। ছাব্বিশের ভোটের আগে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এহেন মন্তব্য দলের বিরুদ্ধেই যাবে বলে মত গেরুয়া শিবিরের বড় অংশের।
বিষয়টি যে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব ভালোভাবে নেয়নি শমীককে জরুরি তলব থেকেই তা স্পষ্ট। এদিন সন্তোষের কাছে বিজেপির রাজ্য সভাপতি একটি বিস্তারিত রিপোর্ট দেন। এখনও পর্যন্ত রাজ্য নেতৃত্ব অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের অস্বস্তিকর মন্তব্যের পর কি ব্যবস্থা নিয়েছে তাও জানতে চাওয়া হয়। ভবিষ্যতে তিনি যাতে এই ধরনের মন্তব্য আর না করেন শমীককে সেই নির্দেশ দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।