এক্সিট পোলে বিহারে জয়জয়কার এনডিএর, উলটো কথা বলছে সাট্টাবাজার
প্রতিদিন | ১২ নভেম্বর ২০২৫
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বুথ ফেরত সমীক্ষায় ইঙ্গিত, বিহারে ফের নীতীশ-মোদির ঝড় আসছে। জেডিইউ নেতৃত্বাধীন এনডিএ (NDA) দেড়শোর কাছাকাছি আসন নিয়ে ক্ষমতায় ফিরতে পারে বলে জানাচ্ছে অধিকাংশ এক্সিট পোল (Bihar Exit Poll Results 2025)। কিন্তু এক্সিট পোল ধ্রুবসত্য নয়। বিরোধীরা ইতিমধ্যেই বুথফেরত সমীক্ষা খারিজ করে দিয়েছে। তবে বুথফেরত সমীক্ষা ছাড়াও অন্য একটি সমীক্ষার দিকে নজর থাকে রাজনীতির কারবারিদের। সেটা হল সাট্টাবাজার।
এই সাট্টাবাজারগুলির মধ্যে সবচেয়ে জনপ্রিয় রাজস্থানের ফালৌদি সাট্টাবাজার। যোধপুরের কাছে একটি ছোট্ট শহর ফালৌদি। বাইরে থেকে আর পাঁচটা শহরের মতো হলেও এই শহরের মধ্যেই রয়েছে বিখ্যাত সাট্টা বাজার। এই সাট্টাবাজার আইনিভাবে স্বীকৃত নয়। এক কথায় বেআইনি। তাই বাইরে থেকে বোঝার উপায় নেই এই ছোট্ট শহরে কোটি কোটি টাকার জুয়া খেলা হয়। খেলাধুলো, ভোট থেকে শুরু করে আবহাওয়া সবকিছুরই সমীক্ষা করে এই সাট্টাবাজার।
সাম্প্রতিক অতীতে এই ফালৌদি সাট্টাবাজারের বুকিদের একাধিক সমীক্ষা মিলে গিয়েছে। সম্প্রতি রাজস্থান, মধ্যপ্রদেশেও মিলেছিল সমীক্ষা। লোকসভা নির্বাচনের ফলাফল অবশ্য এই সাট্টা বাজারও মেলাতে পারেনি। আবার এ বছর দিল্লি বিধানসভা নির্বাচনের ফলাফল অনেকাংশে মিলিয়ে দেয় সাট্টা বাজার। সেই ফালৌদি সাট্টাবাজার কিন্তু এক্সিট পোলের থেকে অনেকটাই অন্যরকম ফলের ইঙ্গিত দিচ্ছে। সাট্টাবাজারের ইঙ্গিত বলছে, এনডিএ সামান্য এগিয়ে থাকলেও বিহারে লড়াই হতে চলেছে একেবারে সেয়ানে সেয়ানে। তাতে তেজস্বী যাদবের নেতৃত্বাধীন মহাজোটের সরকার গড়ার সম্ভাবনাও একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
ফালৌদি সাট্টাবাজার বলছে বিহারে এনডিএ পেতে পারে ১০৫ থেকে ১৩৫ আসন। মহাজোট পেতে পারে ৯৭ থেকে ১২৭ আসন। প্রশান্ত কিশোরের জন সুরাজ পার্টির ভাগ্য তেমন প্রসন্ন নয়। সাট্টাবাজারের মত, পিকের দল ০-১টি আসন পেতে পারে। সাট্টাবাজার বলছে ৭৫-এর বেশি আসন পেয়ে বৃহত্তম দল হতে পারে তেজস্বী যাদবের আরজেডি। বিজেপি দ্বিতীয় এবং নীতীশ কুমারের জেডিইউ তৃতীয় দল হতে পারে। মহাজোটে ফের দুর্বলতম শরিক হতে পারে কংগ্রেস। তবে এখনও নীতীশ কুমারের মুখ্যমন্ত্রী হওয়ার সম্ভাবনা ৬০ শতাংশ এবং তেজস্বী যাদবের ৪০ শতাংশ বলে দাবি করা হচ্ছে।