সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সোমবার কলকাতার চেতলা অহিন্দ্র মঞ্চে অনুষ্ঠিত হল এক অভিনব আয়োজন। দক্ষিণ ২৪ পরগনা জেলা পরিষদ প্রগ্রেসিভ কন্ট্রাক্টর’স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের বার্ষিক বিজয়া সম্মিলনী। উৎসবমুখর পরিবেশে শুধু সাংস্কৃতিক অনুষ্ঠানে সীমাবদ্ধ থাকেনি এই আয়োজন। অর্থনৈতিক ভাবে দুর্বল কিন্তু মেধাবী ছাত্রছাত্রীদের এ দিন ছাত্রবৃত্তি প্রদান করা হয় অনুষ্ঠানের মঞ্চ থেকে। এছাড়াও থ্যালাসেমিয়া আক্রান্তদের জন্যে রক্তের কার্ড ও আর্থিক সহায়তা প্রদান করা হয়।
সাহায্যের হাত বাড়িয়ে দিয়ে অনুষ্ঠানে সামিল ছিলেন দক্ষিণ ২৪ পরগনা জেলা পরিষদের সভাধিপতি নিলিমা মিস্ত্রি বিশাল ও সহকারী সভাধিপতি শ্রীমন্ত মালী। এছাড়াও ছিলেন উপাধ্যক্ষ মুজিবর রহমান মোল্লা, নারী ও শিশু বিভাগের কর্মাধ্যক্ষ শচী নষ্কর, বিদ্যুৎ কর্মাধ্যক্ষ সোমাশ্রী বেতাল প্রমুখ বিশিষ্টজনেরা।
এ বছর ছাত্রবৃত্তি লাভ করেন দক্ষিণ ২৪ পরগনার মেধাবী ছাত্র অর্ণব মণ্ডল। সংস্থার পক্ষ থেকে তাঁকে আর্থিক সহায়তা প্রদান করা হয়। সংগঠনের সভাপতি প্রদীপ দত্ত ও যুগ্ম সম্পাদক তপন কুমার দত্ত জানান, ‘দক্ষিণ ২৪ পরগনা জেলার ঠিকাদারদের আর্থিক সহায়তায় এই মানবিক উদ্যোগ গ্রহণ করা হয়েছে। আমরা চাই সমাজের প্রতিটি প্রতিভাবান ছাত্রছাত্রী যেন আর্থিক অসুবিধার কারণে কখনও শিক্ষার আলো থেকে বঞ্চিত না হয়।’ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংস্থার যুগ্ম সম্পাদক শম্ভু রায়, সাংস্কৃতিক সম্পাদক অসিত পালিত, কোষাধ্যক্ষ সতীনাথ হালদার সহ অন্যান্য সদস্যরা।
অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন জনপ্রিয় শিল্পী অঙ্কিতা ভট্টাচার্য। তিনি তাঁর মনোমুগ্ধকর কণ্ঠে দর্শকদের মুগ্ধ করেন। এই বিজয়া সম্মিলনীতে উৎসবের আনন্দ ভাগ করে নেওয়ার পাশাপাশি সমাজের প্রতি দায়বদ্ধতার এক মানবিক নজির গড়ে তুলল অনুষ্ঠানটি। সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী দিনেও এই ধরনের ছাত্রবৃত্তি ও সমাজকল্যাণমূলক উদ্যোগ অব্যাহত থাকবে।