দিল্লি বিস্ফোরণের আবহেই বীরভূমে উদ্ধার ২০ হাজার জিলেটিন স্টিক, বড় সাফল্য পুলিশের
প্রতিদিন | ১২ নভেম্বর ২০২৫
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দিল্লি বিস্ফোরণের জের। বাংলাজুড়ে জারি রেড অ্যালার্ট। সতর্ক করা হয়েছে রাজ্যের সমস্ত থানাকে। জোর দিতে বলা হয়েছে নাকাতল্লাশি এবং নজরদারিতে। মঙ্গলবার রাতে নাকাতল্লাশি চলাকালীনই ঝাড়খণ্ডের দিক থেকে আসা বিস্ফোরক ভর্তি গাড়ি আটক করল বীরভূম পুলিশ। উদ্ধার প্রায় ২০ হাজার জিলেটিন স্টিক। বীরভূম জেলার নলহাটি থানার অন্তর্গত সুলতানপুর–নলহাটি রোডে নাকাতল্লাশি চলাকালীন বিপুল এই বিস্ফোরক উদ্ধার হয়। ইতিমধ্যে ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। কিন্তু বিপুল এই বিস্ফোরক কোথায় নিয়ে যাচ্ছিল তা খতিয়ে দেখছে পুলিশ। দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ধৃত ওই ব্যক্তিকে।
সোমবার সন্ধ্যায় ভয়াবহ বিস্ফোরণে কেঁপে ওঠে দিল্লি। এখনও পর্যন্ত ১৩ জনের মৃত্যু হয়েছে। এই ঘটনার পরেই রাজ্যের সমস্ত জায়গায় নিরাপত্তা আঁটসাঁট করা হয়েছে। চলছে নাকাতল্লাশি। সেই মতো মঙ্গলবার রাতে নলহাটি থানার অন্তর্গত সুলতানপুর–নলহাটি রোডে নাকাতল্লাশি চালাচ্ছিলেন পুলিশ আধিকারিকরা। সেই সময়ে ঝাড়খণ্ডের পাকুরের দিক থেকে আসা একটি গাড়িকে আটক করে পুলিশ। তাতে তল্লাশি চালাতেই একেবারে চমকে ওঠার মতো অবস্থা হয় পুলিশ আধিকারিকদের। দেখেন, গাড়িতে রাখা রয়েছে প্রায় ৫০টি বস্তা! প্রত্যেকটিতেই ভর্তি জিলেটিন স্টিক। পুলিশ সূত্রের খবর, গাড়িটির কোনও বৈধ নথি ছিল না। এমনকী অবৈধভাবে ওই জিলেটিন স্টিকগুলি সংগ্রহ করা হয়েছে বলেও জানতে পারে পুলিশ।
ইতিমধ্যে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তদন্তকারীদের দাবি, প্রতিটি বস্তা পরীক্ষা করে দেখা হচ্ছে। বিপুল এই জিলেটিন স্টিকগুলি কোথায় এবং কী উদ্দেশ্যে ব্যবহার করা হবে তা জানতে ধৃত ব্যক্তিকে জেরা করা হচ্ছে। শুধু তাই নয়, এর পিছনে আন্তঃরাজ্য নেটওয়ার্ক যুক্ত থাকতে পারে বলেও আশঙ্কা। তবে অনেক ক্ষেত্রেই বীরভুমে পাথর বিস্ফোরণের কাজে জিলেটিন স্টিক ব্যবহার করা হয়। সেখানে সেগুলি ব্যবহারের জন্য নিয়ে যাওয়া হচ্ছিল কিনা তাও খতিয়ে দেখছে পুলিশ।