• SSC সংক্রান্ত মামলার শুনানিতে হট্টগোল-হাততালি, মক্কেলদের বের করে দিলেন ‘বিরক্ত’ বিচারপতি!
    প্রতিদিন | ১২ নভেম্বর ২০২৫
  • গোবিন্দ রায়: মামলার শুনানিতে তুমুল হট্টগোল, হাততালি। পরিস্থিতি দেখে চরম ক্ষুব্ধ কলকাতা হাই কোর্টের বিচারপতি অমৃতা সিনহা। তৎক্ষণাৎ আইনজীবীদের মক্কেলদের কোর্টরুমের বাইরে যাওয়ার নির্দেশ বিচারপতির। নিয়োগ সংক্রান্ত মামলা নিয়ে মানুষজনের উৎসাহ থাকে চোখে পড়ার মতো। এমনকী ভিড় জমান আইনজীবীদের মক্কেলদেরও। অনেক সময় ভিড়ে দমবন্ধ পরিস্থিতি তৈরি হয় আদালতকক্ষে। তবে এই সুযোগ আর পাওয়া যাবে না। সে কথা সাফ জানিয়ে দিলেন বিচারপতি অমৃতা সিনহা। লাইভেই দেখতে হবে শুনানি। 

    বুধবার স্কুল সার্ভিস কমিশনের একটি মামলার শুনানি ছিল কলকাতা হাই কোর্টে। মামলাকারীদের আইনজীবী হিসেবে উপস্থিত ছিলেন বিকাশরঞ্জন ভট্টাচার্য। প্রতিবারের মতোই নিয়োগ-মামলায় এদিন হাজির ছিলেন অনেক লোকজন। রীতিমতো ভিড় চোখে পড়ে শুনানির সময়। মামলা চলাকালীন দু’পক্ষের আইনজীবীদের মধ্যে তুমুল আইনি লড়াই চলে। হঠাৎ এক আইনজীবীর বক্তব্য সমর্থন করতে গিয়ে একদল অত্যুৎসাহী মানুষ হাততালি দিয়ে ওঠেন। সেই আওয়াজ কানে আসতেই বিরক্তি প্রকাশ করেন বিচারপতি সিনহা। সঙ্গে সঙ্গে মামলার মক্কেলদের বের করে দেন এজলাসের বাইরে।

    এদিকে ঠিক সেই সময় বর্ষীয়ান আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য নিজের মোবাইল বের করে বিচারপতিকে একটি হোয়াটসঅ্যাপের কথোপকথন দেখান। সেখানে আইনজীবী দাবি করেন, কেউ নাকি মেসেজ পাঠিয়ে তাঁকে বলেন, যাতে মামলা চলাকালীন তাঁদের পক্ষের মক্কেলরা সকাল থেকে এজলাসে ভিড় করে থাকে! তাতে নাকি আদালতের উপর চাপ থাকবে, এমন কথাও ওই মেসেজে লেখা আছে বলে দাবি।

    এরপরেই বিচারপতি সিনহা হালকাচালে জানান, “এইভাবে কি আর চাপ দেওয়া যায়!” এরপরই বিচারপতি সাফ জানিয়ে দেন, পরবর্তী সময়ে এমন কোনও মামলায় এভাবে আইনজীবীদের মক্কেলদের এজলাসে ঢুকতে দেওয়া হবে না। বিচারপতি সিনহার এজলাসে যা মামলা হয়, তা সকাল থেকে শেষ পর্যন্ত লাইভ হয়। শুনানির প্রথম থেকে শেষ সবটাই সেখানে দেখা যায়। সে কথা এদিন মনে করিয়ে দিয়ে অত্যুৎসাহী মানুষদের উদ্দেশ্যে বিচারপতি বলেন, সেই লাইভ দেখে নিজেদের কৌতূহল মেটাতে হবে।

    তবে এসএসসি-র এই মামলায় ১০ নম্বর দেওয়া হবে কি না, তা নিয়ে আপাতত কোনও মন্তব্য করেনি হাইকোর্ট। যেহেতু সুপ্রিম কোর্টে মামলা চলছে, তাই এই আদালত একই ইস্যুতে দায়ের হওয়া মামলা আপাতত শুনবে না বলে জানিয়ে দিয়েছে।
  • Link to this news (প্রতিদিন)