• দিল্লিতে গাড়ি বিস্ফোরণ জঙ্গি হামলা—মেনে নিল কেন্দ্র
    এই সময় | ১৩ নভেম্বর ২০২৫
  • দিল্লিতে গাড়ি বিস্ফোরণের ঘটনা জঙ্গি হামলা, জানিয়ে দিল কেন্দ্রীয় সরকার। কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে এই প্রস্তাব গৃহীত হয়েছে। ক্যাবিনেট বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, এর যোগ্য জবাব দেবে ভারত। বুধবার দিল্লিতে প্রধানমন্ত্রীর বাস ভবনে কেন্দ্রীয় ক্যাবিনেটের বৈঠক হয়। দিল্লি বিস্ফোরণের ঘটনায় নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ২ মিনিট নীরবতা পালন করা হয় ক্যাবিনেটের তরফে।

    ক্যাবিনেটে মিটিংয়ে বলা হয়েছে দিল্লির বিস্ফোরণের ঘটনা আদতে ভারতের শান্তি এবং একতার উপর আঘাত। এই হামলার পিছনে যে যে স্তরে যারা যারা রয়েছে, তাদের দ্রুত চিহ্নিত করে পদক্ষেপ করার নির্দেশ দেওয়া হয়েছে তদন্তকারী সংস্থাগুলিকে। ফের সন্ত্রাসবাদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির কথা জানানো হয়েছে কেন্দ্রীয় সরকারের তরফে।

    দিল্লিতে এই হামলার পরেই, সেই ঘটনার তীব্র নিন্দা করে বক্তব্য রাখা হয়েছে একাধিক রাষ্ট্রের সরকারের তরফে। সেই পদক্ষেপের জন্য সেই দেশের সরকারকে ধন্যবাদ জানানো হয়েছে ক্যাবিনেটের তরফে।

    দিল্লিতে বিস্ফোরণের ঘটনার আগে ফরিদাবাদ থেকে বিপুল পরিমাণে বিস্ফোরক উদ্ধার হয়েছে। একাধিক জায়গা থেকে জঙ্গিদের গ্রেপ্তার করা হয়েছে। এ দিন কেন্দ্রীয় ক্যাবিনেট স্পষ্ট করে জানিয়েছে, সব জঙ্গি কার্যকলাপকে কড়া হাতে মোকাবিলা করা হবে। যারা এই কার্যকলাপ চালাতে অর্থের জোগান দিচ্ছে, যারা যে যে পদ্ধতিতে সাহায্য করছে। সবাইকে চিহ্নিত করে কড়া পদক্ষেপ করা হবে। জাতীয় সুরক্ষা এবং জনগণের নিরাপত্তাকে সর্বাধিক গুরুত্ব দেওয়া হবে।

  • Link to this news (এই সময়)