• অঙ্গনওয়াড়ির খাবারে সাপের খোলস! চরম বিক্ষোভ
    আজকাল | ১৩ নভেম্বর ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: নদিয়ার চাপড়া ব্লকের ডোমপুকুর এলাকার একটি অঙ্গনওয়াড়ি কেন্দ্রে মিড-ডে মিলের খাবার থেকে সাপের খোলস বেরিয়ে আসায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। জানা গিয়েছে, মঙ্গলবার দুপুরে ওই অঙ্গনওয়াড়ি কেন্দ্রে শিশুদের খিচুড়ি পরিবেশন করা হয়। অভিযোগ, খাওয়ার কিছুক্ষণ পরই এক শিশুর মা খাবারের মধ্যে সাপের খোলস লক্ষ্য করেন। ঘটনাটি চোখে পড়তেই মুহূর্তে আতঙ্ক ছড়িয়ে পড়ে অভিভাবকদের মধ্যে। এর কিছুক্ষণের মধ্যেই একে একে প্রায় ২০ থেকে ২৫ জন শিশু বমি, মাথা ঘোরা ও পেট ব্যথার উপসর্গে অসুস্থ হয়ে পড়ে। দ্রুত তাদের চাপড়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা জানিয়েছেন, আপাতত সকল শিশুই বিপদমুক্ত হলেও তারা আতঙ্কে ভুগছে। হাসপাতালে সামনে ভিড় জমায় অভিভাবক ও স্থানীয় বাসিন্দারা। হাসপাতাল সূত্রে খবর, খাবারে কোনও বিষাক্ত পদার্থ ছিল কি না, তা পরীক্ষার জন্য বর্তমানে নমুনা সংগ্রহ করা হয়েছে।

    ঘটনার খবর পেয়ে চাপড়া থানার পুলিশ ও ব্লক প্রশাসনের আধিকারিকরা দ্রুত অঙ্গনওয়াড়ি কেন্দ্রে পৌঁছয়। তদন্ত শুরু করেছেন তাঁরা। খাদ্যের নমুনা পাঠানো হয়েছে পরীক্ষার জন্য। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনার জন্য দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বহুদিন ধরেই ওই অঙ্গনওয়াড়ি কেন্দ্রের খাবারের মান নিয়ে প্রশ্ন উঠছিল। কিন্তু তবুও কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। এবার শিশুদের অসুস্থতার পর এলাকায় ক্ষোভ ছড়িয়ে পড়েছে। অভিভাবকদের দাবি, যতক্ষণ না দায়ীদের শাস্তি হয় এবং খাদ্য সরবরাহের মান নিশ্চিত করা হয়, ততদিন তাঁরা শিশুদের ওই কেন্দ্রে পাঠাবেন না।এই ঘটনায় চাপড়া জুড়ে এখন চরম আতঙ্ক ও ক্ষোভের পরিবেশ। প্রশাসন অবশ্য আশ্বাস দিয়েছে, ঘটনার মূল কারণ খতিয়ে দেখে ভবিষ্যতে এমন দুর্ঘটনা যাতে না ঘটে, তার জন্য কঠোর পদক্ষেপ নেওয়া হবে।
  • Link to this news (আজকাল)