• অনুপ্রবেশ সংক্রান্ত মামলা, ত্রিপুরায় একাধিক জায়গায় তল্লাশিতে এনআইএ
    প্রতিদিন | ১৩ নভেম্বর ২০২৫
  • প্রণব সরকার, আগরতলা: ২০২৩ সালের অনুপ্রবেশ সংক্রান্ত একটি মামলার তদন্তে ত্রিপুরায় জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ। বুধবার ঊনকোটি জেলার ধনবিলাস গ্রাম ও কুমারঘাট নিদেবী এলাকায় তল্লাশি চালান আধিকারিকরা। জানা যায়, নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে এদিন সেখানকার দুটি বাড়িতে তল্লাশি চালান আধিকারিকরা।

    বুধবার ভোর প্রায় ৪টা নাগাদ ত্রিপুরার ধনবিলাস গ্রামের বাসিন্দা পরিতোষ চন্দ্র শীলের বাড়িতে চার সদস্যের একটি এনআইএয়ের দল হানা দেন। জানা যায়, পরিতোষবাবুর ছোট্ট একটি সেলুন রয়েছে। রোজগার খুবই সামান্য। কিন্তু তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্ট অন্য কথা বলছে! জানা যায়, আয়ের তুলনায় অস্বাভাবিক লেনদেন-সহ একগুচ্ছ অভিযোগ রয়েছে পরিতোষ শীলের বিরুদ্ধে। সেই সমস্ত ভিত্তিতেই এদিন তাঁর বাড়িতে তল্লাশি চালান এনআইএ আধিকারিকরা।

    অন্যদিকে কুমারঘাটের নিদেবী এলাকা রানু পাল বলে আরও একজনের বাড়িতেও এদিন তল্লাশি চালান আধিকারিকরা। তদন্তকারী সূত্রে জানা যায়, রানু পালের ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রায় ৩৯ কোটি টাকার লেনদেন হয়েছে। বিপুল এই লেনদেনের উৎস খুঁজতেই দীর্ঘক্ষণ ধরে চলে তল্লাশি অভিযান। শুধু তাই নয়, নিয়মিতভাবে বাংলাদেশের একাধিক ব্যক্তির সঙ্গে ফোনে রানু পাল যোগাযোগ রাখতেন বলেও জানা যায়। দীর্ঘ তল্লাশিতে দুটি বাড়ি থেকেই একাধিক নথি-সহ একাধিক মোবাইল উদ্ধার করেছে পুলিশ।

    পাশাপাশি মুর্শিদাবাদেও এদিন এনআইএ’র একটি দল তল্লাশি চালান বলে জানা যাচ্ছে। দিল্লি বিস্ফোরণ কাণ্ডে সূত্রে এদিন সকালে তদন্তকারী আধিকারিকরা নবগ্রাম এলাকার একটি বাড়িতে আসেন বলে জানা যাচ্ছে।
  • Link to this news (প্রতিদিন)