• মৃত ভোটারদের আধার-তথ্য সংগ্রহ করছে নির্বাচন কমিশন, জালিয়াতি রুখতে কী ভাবে তা ব্যবহার হবে?
    আনন্দবাজার | ১২ নভেম্বর ২০২৫
  • মৃত ব্যক্তিদের আধার-তথ্য সংশ্লিষ্ট রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির মুখ্য নির্বাচনী আধিকারিককে দিতে বলল নির্বাচন কমিশন। আধার কর্তৃপক্ষকে ওই নির্দেশ দেওয়া হয়েছে কমিশনের। সেই নির্দেশিকা অনুযায়ী মঙ্গলবার পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিক (সিইও) মনোজ আগরওয়ালের সঙ্গে বৈঠক করেন আধার দফতরের আধিকারিক শুভদীপ চৌধুরী।

    বৈঠকের পরে শুভদীপ জানান, এ রাজ্যের ৩৩-৩৪ লক্ষ মৃত ব্যক্তির আধার নম্বর কমিশনকে দিয়েছেন তাঁরা। এ ছাড়া ১৩ লক্ষ মানুষ রয়েছেন, যাঁদের আধার কার্ড নেই। কমিশন সূত্রের খবর, ওই তথ্য কাজে লাগবে বিশেষ নিবিড় সংশোধনী (এসআইআর)-র খসড়া ভোটার তালিকা প্রকাশের পরে। যদি দেখা যায় কোনও মৃত ব্যক্তির নামে এনুমারেশন ফর্ম জমা হয়েছে, তবে যিনি ওই ফর্ম জমা দিয়েছেন তাঁকে ডেকে পাঠানো হবে। তাঁর বক্তব্য শুনবেন ইলেক্টোরাল রেজিস্ট্রেশন অফিসার (ইআরও)।

    প্রয়োজনে সংশ্লিষ্ট এলাকার বুথ লেভেল অফিসার (বিএলও)-কেও ডাকা হতে পারে বলে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর সূত্রের খবর। কমিশনের বক্তব্য, তালিকায় কোনও ভাবেই যাতে মৃত ভোটার না থাকে তা নিশ্চিত করতেই এই পদক্ষেপ। প্রসঙ্গত, গত ৪ নভেম্বর থেকে পশ্চিমবঙ্গে এনুমারেশন ফর্ম বিলি করা শুরু হয়েছে। বুধবার তার নবম দিন। বাড়ি বাড়ি গিয়ে ফর্ম দিয়ে আসছেন বুথ স্তরের আধিকারিকেরা (বিএলও)। ২০০২ সালের ভোটার তালিকা দেখে সেই অনুযায়ী এই ফর্ম পূরণ করতে হবে। তার পর তা জমা নিয়ে কমিশনের নির্দিষ্ট অ্যাপে এই সংক্রান্ত তথ্য আপলোড করবেন বিএলও-রা।
  • Link to this news (আনন্দবাজার)