ঝাড়গ্রামে ছয় সিপিএম কর্মীকে খুনের মামলায় যাবজ্জীবন কারাদণ্ড ৪৫ জনের! ৩২ বছর পরে অবশেষে সাজা ঘোষণা
আনন্দবাজার | ১২ নভেম্বর ২০২৫
তিন দশকেরও বেশি সময় আগে ঝাড়গ্রামে ছয় সিপিএম কর্মী খুনের মামলায় সাজা ঘোষণা করল আদালত। ৪৫ জন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিয়েছে ঝাড়গ্রাম জেলা আদালত। আসামিদের আর্থিক জরিমানাও করেছে আদালত।
ঘটনাটি ১৯৯৩ সালের। ওই সময় অধুনা ঝাড়গ্রামের অন্তর্গত দিয়াসী গ্রামের এক জঙ্গলে ছ’জনকে খুন করা হয়। ভক্তি মাহাতো, কার্তিক মাহাতো, বিদ্যুৎ মাহাতো, মাধব মাহাতো, মনোজ গড়াই এবং সমীর মুখোপাধ্যায়কে হত্যা করা হয় বলে অভিযোগ। তাঁরা সকলেই সিপিএম কর্মী ছিলেন। পরবর্তী সময়ে বেলপাহাড়ি থানায় খুনের মামলা রুজু হয়। তদন্তে নেমে পুলিশ ১০৩ জনের বিরুদ্ধে চার্জশিট জমা দেয়। ২৭ জনের সাক্ষী হিসাবে দেখানো হয় চার্জশিটে।
অভিযুক্তদের মধ্যে ৩৯ জন মামলা বিচারাধীন অবস্থাতেই মারা যান। অভিযুক্তদের মধ্যে ৪৫ জনকে মঙ্গলবার দোষী সাব্যস্ত করে আদালত। বুধবার তাঁদের সাজা ঘোষণা করা হল। মামলার সহকারী সরকারি আইনজীবী প্রশান্ত রায় জানান, চলতি বছরের ১৭ জুলাই অভিযুক্তদের বিরুদ্ধে চার্জ গঠন করা হয়। তার পরে ১৮ সেপ্টেম্বর পর্যন্ত সাক্ষ্যগ্রহণ পর্ব চলে। এই পর্বে মোট ১৫ জন সাক্ষীর বক্তব্য শোনে আদালত। প্রায় ৩২ বছর আগের ওই ঘটনায় অবশেষে অভিযুক্তদের সাজা ঘোষণা করলেন ঝাড়গ্রাম জেলা আদালতের বিচারক অরবিন্দ মিশ্র।