বিশেষ নিবিড় সংশোধনের (এসআইআর) কাজে কোচবিহার জেলার বেশির ভাগ বিধানসভায় কার্যত দেখা যাচ্ছে না বিজেপির বুথ লেভেল এজেন্টদের (বিএলএ-২), সেখানেই অন্য অভিজ্ঞতা কোচবিহার উত্তর বিধানসভা কেন্দ্রে। ওই বিধানসভায় প্রায় প্ৰতি বুথে বুথ লেভেল অফিসারদের (বিএলও) সঙ্গে দেখা যাচ্ছে বিজেপির বিএলএ-২দের। থাকছে তৃণমূলের বুথ লেভেল এজেন্টও।
বিজেপি সূত্রে জানা গিয়েছে, ওই এলাকায় বিজেপির সংগঠন এতটাই শক্তিশালী যে, শাসক দলের হুঁশিয়ারিতেও কাজ হচ্ছে না। যদিও শাসক দল হুঁশিয়ারি দাবি মানতে নারাজ। শাসক দলের পাল্টা দাবি, জেলার বেশির ভাগ জায়গায় বিজেপির কোনও সংগঠন নেই। সে কারণে বিজেপির বিএলএ-২ দেখা যাচ্ছে না।
বিজেপির কোচবিহার উত্তর বিধানসভা কেন্দ্রের বিধায়ক সুকুমার রায় বলেন, ‘‘জেলার অন্যত্র আমাদের দলের বিএলএ২'দের হামলা ও ভয় দেখাচ্ছে তৃণমূল। কিন্তু এখানে তা করতে পারছে না। এখানে প্ৰত্যেক বুথে আমাদের বিএলএ-২ কাজ করছেন। অন্যত্রও ধীরে ধীরে এমন হবে।’’
তৃণমূলের কোচবিহার জেলার চেয়ারম্যান গিরীন্দ্রনাথ বর্মণ বলেন, ‘‘বিজেপির যেখানে সংগঠন আছে। সেখানে তাদের বিএলএ-২ থাকছে না। যেখানে লোক খুঁজে পায়নি সেখানে সন্ত্রাসের অভিযোগ তুলেছে।’’ কোচবিহার জেলায় আড়াই হাজারের বেশি বুথ রয়েছে। প্ৰত্যেক বুথেই তৃণমূল বুথ লেভেল এজেন্ট দিয়েছে। বিজেপিও দাবি করে, সামান্য কিছু বুথ বাদেসর্বত্রই তাদের বুথ লেভেল এজেন্ট দেওয়া হয়েছে। তবে এসআইআর শুরু হতে দেখা গেল অন্য চিত্র। মাথাভাঙার খাটের বাড়িতে বিজেপির বিএলএ-২কে মারধর করেজুতোর মালা পরিয়ে দেওয়ার অভিযোগ ওঠে। শীতলখুচি, কোচবিহার দক্ষিণে বিএলএ-২দের উপরে হুমকি দেওয়ার অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে।
সূত্রের খবর, দিনহাটা, সিতাই, শীতলখুচি, কোচবিহার দক্ষিণের মতো বহু জায়গায় বিজেপির বুথ লেভেল এজেন্টদের দেখা যায়নি। সেখানে কোচবিহার উত্তর বিধানসভায় দেখা যায় অন্য চিত্র। কোচবিহার ২ নম্বর ব্লক নিয়ে কোচবিহার উত্তর বিধানসভা কেন্দ্র। ওই বিধানসভা বিজেপির দখলে রয়েছে।
তৃণমূল সূত্রে জানা গিয়েছে, ওই ব্লকে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব চরমে। সেই সুযোগে বিজেপির সংগঠন আরও শক্তিশালী হয়েছে। তাই তৃণমূলের সঙ্গে পাল্লা দিয়ে এসআইআর-এর কাজ করছে বিজেপি।
বিজেপির কোচবিহার জেলার সহ-সভাপতি বিরাজ বসু বলেন, ‘‘ভয় দেখিয়ে আর বিজেপি কর্মীদের দমিয়ে রাখতে পারবে না তৃণমূল।’’
তৃণমূল অবশ্য দাবি করেছে, বিজেপির ভূমিকায় ক্ষুব্ধ মানুষ। তাই কোচবিহারে বিজেপির ছয় জন বিধায়ক থাকলেও মানুষ সঙ্গে নেই।