বেসরকারি মেডিক্যাল কলেজের ছাত্রীকে গণধর্ষণের মামলায় সোমবার দুর্গাপুরের বিশেষ আদালতে চার্জ গঠনের প্রক্রিয়া সম্পন্ন হল। আইনজীবীদের সূত্রে জানা গিয়েছে, ছ’জন ধৃতের বিরুদ্ধে চার্জশিটে যে সব অভিযোগ ছিল, সে সব অনুযায়ীই চার্জ গঠন হল ঘটনার ঠিক এক মাসের মাথায়। নির্যাতিতার অভিযুক্ত সহপাঠীকে নির্দোষ দাবি করে যে পিটিশন দাখিল হয়েছিল, তা খারিজ করেছে আদালত।
সরকার পক্ষের বিশেষ আইনজীবী বিভাস চট্টোপাধ্যায় বলেন, ‘‘চার্জ গঠন সম্পন্ন হয়েছে। ১৯ নভেম্বর থেকে বিচার প্রক্রিয়া শুরু হবে।’’ তদন্তকারীদের সূত্রের দাবি, চার্জশিটে মোট ৬২টি প্রমাণের উল্লেখ রয়েছে। সাক্ষী হিসাবে নাম রয়েছে ৫১ জনের। সোমবার ওয়াসিফের আইনজীবী শেখর কুণ্ডু আদালতে দাবি করেন, তাঁর মক্কেলের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ ভিত্তিহীন। চার্জশিটে নির্দিষ্ট প্রমাণ নেই। বাকি পাঁচ অভিযুক্তের আইনজীবী এটিকে গণধর্ষণের মামলা হিসাবে গ্রহণ না করার আর্জি জানান।