• শব্দদূষণের প্রতিবাদে সরব শহর
    আনন্দবাজার | ১২ নভেম্বর ২০২৫
  • দিল্লিতে বায়ুদূষণের বিরুদ্ধে নাগরিকদের রাস্তায় নেমে প্রতিবাদের পরে তারই প্রতিধ্বনি শোনা গেল কলকাতায়। এ বার শহর কলকাতাতেও পরিবেশকর্মীরা সরব হচ্ছেন শব্দ-সন্ত্রাস ও প্রশাসনিক নিষ্ক্রিয়তার বিরুদ্ধে।

    দিল্লিতে বায়ুদূষণ ঘিরে নাগরিকদের ক্ষোভ যতটা প্রকাশ্যে এসেছে, তেমনই পশ্চিমবঙ্গেও গত কয়েক বছরে উৎসবের মরসুমে শব্দবাজি ও উচ্চ মাত্রার মাইক্রোফোন ব্যবহারে রাজ্যবাসী নাজেহাল। অথচ, প্রশাসনের ভূমিকায় উঠছে প্রশ্ন।

    এই অবস্থায় পরিবেশকর্মীদের সংগঠন ‘সবুজ মঞ্চ’ কাল, বৃহস্পতিবার যোধপুর পার্কের সূর্য সেন ভবনে একটি প্রতিবাদসভার ডাক দিয়েছে। সংগঠনের সাধারণ সম্পাদক নব দত্ত বলেন, “দিল্লির মানুষ দূষণের বিরুদ্ধে রাস্তায় নেমেছেন। কলকাতাতেও শব্দ-সন্ত্রাস ও পরিবেশ ধ্বংসের বিরুদ্ধে একযোগে প্রতিবাদই একমাত্র পথ।”

    সবুজ মঞ্চের তথ্য অনুযায়ী, ২০০৭ থেকে ২০২৫ সালের মধ্যে পশ্চিমবঙ্গে শব্দ-সন্ত্রাসের বিরোধিতায় ১৫ জন পরিবেশকর্মীর মৃত্যু হয়েছে, যা দেশে নজিরবিহীন। সংগঠনের দাবি, এতগুলি ঘটনার পরেও একটি মামলারও নিষ্পত্তি হয়নি।

    সভায় পরিবেশকর্মীরা শব্দ-সন্ত্রাস ও বাজির দূষণের বিরুদ্ধে প্রশাসনের সক্রিয় হস্তক্ষেপ এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তুলবেন। একই সঙ্গে, নির্মল বাতাসে শ্বাস নেওয়ার দাবিও উঠবে। নব দত্তের কথায়, “প্রতি বছর কি বাজি-তাণ্ডবের প্রতিবাদ করলেই প্রাণ হারাতে হবে সাধারণ মানুষকে? আর এ ভাবেই দূষিত বাতাসে শ্বাস নিতে হবে নাগরিকদের?”
  • Link to this news (আনন্দবাজার)