• এক ধাক্কায় স্বাভাবিকের থেকে তিন ডিগ্রি নেমে গেল কলকাতার পারদ! জেলায় জেলায় শীতের আমেজ
    আনন্দবাজার | ১২ নভেম্বর ২০২৫
  • এক ধাক্কায় স্বাভাবিকের থেকে তিন ডিগ্রি নেমে গেল কলকাতার তাপমাত্রা। পারদ ১৩-১৪ ডিগ্রির ঘর ছুঁল পশ্চিমের জেলাগুলিতেও। রাজ্যের সবপ্রান্তেই দিব্যি শুরু হয়ে গেল শীতের আমেজ! আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আপাতত আর কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই। সর্বত্র খটখটে শুষ্ক আবহাওয়া থাকবে। সঙ্গে চলবে উত্তুরে হাওয়ার দাপট।

    রবিবারই কলকাতার তাপমাত্রা ২০ ডিগ্রি সেলসিয়াসের নীচে নেমে গিয়েছিল। চলতি সপ্তাহেও তার অন্যথা হয়নি। মঙ্গলবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৮ ডিগ্রির ঘরে। বুধবার তা আরও কমে ১৭ ডিগ্রির ঘর ছুঁয়েছে, যা স্বাভাবিকের চেয়ে ৩.১ ডিগ্রি কম! এ ছাড়া, মঙ্গলবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা হয়েছিল ২৮.৬ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে ২.৪ ডিগ্রি কম। কোথাও কোথাও সকালের দিকে কুয়াশার কারণে দৃশ্যমানতা কম ছিল। তবে দিনভর আকাশ পরিষ্কারই থাকবে।

    শুধু কলকাতাতেই নয়, বুধবার উত্তর ও দক্ষিণবঙ্গের সব জেলাতেই তাপমাত্রা কমেছে। পশ্চিমের জেলাগুলির মধ্যে বীরভূমের তাপমাত্রা ১৪ ডিগ্রিতে নেমে গিয়েছে। দার্জিলিঙেও পারদ নেমেছে ৮ ডিগ্রিতে। হাওয়া অফিস জানিয়েছে, দক্ষিণবঙ্গে আপাতত আগামী চার-পাঁচ দিন তাপমাত্রা খুব বেশি হ্রাসের সম্ভাবনা নেই। জাঁকিয়ে শীত পড়তে এখনও দেরি আছে।
  • Link to this news (আনন্দবাজার)