• সল্টলেকে সোনার ব্যবসায়ী খুনে গ্রেপ্তার কোচবিহারের TMC নেতা
    এই সময় | ১৩ নভেম্বর ২০২৫
  • সল্টলেকের স্বর্ণ ব্যবসায়ী স্বপন কামিলার খুন এবং অপহরণের ঘটনায় সজল সরকার নামে এক ব্যক্তি গ্রেপ্তার করল বিধাননগর কমিশনারেটের গোয়েন্দা বিভাগ। সজল কোচবিহার জেলার একটি ব্লকের তৃণমূলের সভাপতি।

    এই খুনের ঘটনায় নাম জড়িয়েছে বিডিও প্রশান্ত বর্মনের। এর আগে পুলিশ ওই বিডিও’র গাড়ির চালক রাজু ঢালি এবং ঠিকাদার বন্ধু তুফান থাপাকে গ্রেফতার করে। তাদের ১২ দিনের পুলিশি রিমান্ডে নেওয়া হয়েছে। তাদের জেরা করেই পুলিশ সজল সরকারের যোগ পায়। জানা গিয়েছে, সজলের বাড়ি কোচবিহারে। তৃণমূল কংগ্রেসের কোচবিহার -২ ব্লকের সভাপতির পদেও আছেন! সজলবাবু বিডিও প্রশান্ত বর্মনের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত। পুলিশ জানিয়েছে, এই কাণ্ডে তার যোগ মিলেছে। ধৃতকে রিমান্ডে নিয়ে জেরা করে বাকিদেরও গ্রেফতার করা হবে।

    প্রথমে স্বর্ণ ব্যবসায়ী স্বপন কামিলাকে অপহরণ, তার পরে নিউ টাউনের ফ্ল্যাটে তাঁর উপর অকথ্য অত্যাচার। ওই ব্যবসায়ী প্রাণ হারানোর পরে বিডিও-র নীল বাতি বসানো সরকারি গাড়িতে তুলে তাঁর দেহ লোপাট করা হয়। এবং নিহত ব্যবসায়ীর দেহ লোপাট করার সময়ে গাড়িতে জলপাইগুড়ি জেলার রাজগঞ্জের বিডিও খোদ প্রশান্ত বর্মন ছিলেন বলে বিধাননগর কমিশনারেটের গোয়েন্দাদের একাংশের দাবি। পুলিশ সূত্রের খবর, বিডিও-র গাড়ির চালক রাজু ঢালি ও বিডিও-র ঠিকাদার-বন্ধু তুফান থাপা জিজ্ঞাসাবাদের মুখে এ কথা জানিয়েছেন তদন্তকারীদের কাছে। 

    তথ্য সহায়তা: প্রশান্ত ঘোষ

  • Link to this news (এই সময়)