• মন্ত্রীদের পদ বাতিল বিল নিয়ে কমিটি স্পিকারের, বয়কট অব্যাহত তৃণমূল সহ ইন্ডিয়ার
    বর্তমান | ১৩ নভেম্বর ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: চার মাস সময় গেল স্রেফ কমিটি গড়তে। তবে কমিটি গঠন হলেও তৃণমূলের পথেই বয়কট অবস্থান বজায় রাখল কংগ্রেস, সমাজবাদী পার্টি, ডিএমকে, আরজেডির মতো মোদি বিরোধী ‘ইন্ডিয়া’ জোটের সিংহভাগ। দোষী সাব্যস্ত হওয়ার আগেই ঩স্রেফ অভিযোগের ভিত্তিতে প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী, মন্ত্রীরা একটানা ৩০ দিন জেল হেফাজতে থাকলেই খোয়াতে হবে পদ—এই সংক্রান্ত সংবিধান সংশোধন সহ তিন বিল পর্যালোচনার কমিটি তৈরি করলেন লোকসভার স্পিকার ওম বিড়লা। 

    খোদ স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর পেশ করা বিলের পর্যালোচনায় সংসদীয় কমিটি গড়তে হিমশিম খেয়েছে লোকসভার সচিবালয়। কেন না, কোনও বিরোধীই কমিটির সদস্য হতে নারাজ। তবে সামনেই শীতকালীন অধিবেশন। তাই আর সবুর না করে কমিটি গড়তেই হল। গত ২০ আগস্ট লোকসভায় বিরোধীদের প্রবল প্রতিবাদে হট্টগোলের মধ্যে বিতর্কিত তিনটি বিল পেশ করেছিলেন অমিত শাহ। পাঠানো হয়েছিল যুগ্ম কমিটিতে। কিন্তু এতদিন সেই কমিটিই গড়তে পারেনি গড়তে পারছিলেন না বিড়লা। 

    বুধবার সেই কমিটি গঠনের কথা আনুষ্ঠানিকভাবে জানিয়েছে লোকসভার সচিবালয়। ৩১ সদস্যের কমিটি গড়া হয়েছে। সেখানে ইন্ডিয়া জোটের থেকে একমাত্র রয়েছেন সুপ্রিয়া সুলে। কমিটির চেয়ারম্যান বিজেপির অপরাজিতা ষড়ঙ্গি। 
  • Link to this news (বর্তমান)