আসবাব-ফাইল বিক্রি, ৫ বছরে কেন্দ্রের আয় ৪ হাজার কোটির বেশি
বর্তমান | ১৩ নভেম্বর ২০২৫
নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: ‘ওয়েস্ট টু ওয়েলথ।’ অর্থাৎ পড়ে থাকা বাতিল অংশ থেকে সম্পদ সংগ্রহ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির এই স্লোগান মেনে কেন্দ্রীয় সরকারি অফিসে দপ্তরে দপ্তরে পড়ে থাকা ধুলোয় ডাঁই হওয়া অকেজো ফাইল, কম্পিউটার, চেয়ার টেবিল সহ নানা জিনিস বিক্রি করে গত পাঁচ বছরে সরকার ৪ হাজার ৮৫ কোটি ২৪ লাখ টাকা আয় করল। একইসঙ্গে খালি হল সরকারি দপ্তরের মোট ২.৩১ কোটি বর্গফুট জায়গা। যদিও তা একলপ্তে নয়। বিভিন্ন সরকারি দপ্তর মিলিয়ে এই পরিমাণ জায়গা খালি হয়েছে। বিশেষ স্বচ্ছতা অভিযান চালিয়েই এই বিপুল পরিমাণ অর্থ উপার্জন করা সম্ভব হয়েছে বলেই জানিয়েছেন কর্মীবর্গ দপ্তরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত রাষ্ট্রমন্ত্রী জিতেন্দর সিং। তিনি জানান, ২০২৪ সাল পর্যন্ত সরকারি অব্যহৃত, অপ্রয়োজনীয় ফাইল, ভাঙা আসবাবপত্র বিক্রি করে প্রায় ৩ হাজার ৩০০ কোটি টাকা আয় হয়েছিল। এবার যা বিক্রি হয়েছে, তার পরিমাণ ৭৮৮ কোটি ৫৩ লক্ষ টাকা। ফলে সব মিলিয়ে গত পাঁচ বছরে মোট আয় হল ৪ হাজার ৮৫ কোটি টাকারও বেশি। স্ক্র্যাপ বিক্রি থেকে পাওয়া এই অর্থ মহাকাশ মিশনের সম্পূর্ণ বাজেটের সমান হতে পারে, অথবা একাধিক চন্দ্রযান প্রকল্প পরিচালনা করা সম্ভব।