• এগজিট পোল বিজেপির চক্রান্ত, তোপ তেজস্বীর
    বর্তমান | ১৩ নভেম্বর ২০২৫
  • পাটনা: একদিন পরই ভোটগণনা। তাতেই ঠিক হয়ে যাবে শেষ হাসি কার মুখে ফুটবে। নীতীশ কুমার ফের বিহারের মসনদে বসবেন না, প্রথমবার মুখ্যমন্ত্রীর দায়িত্ব সামলাবেন তেজস্বী যাদব। তবে মঙ্গলবার বিহারের ভোট নিয়ে যে এগজিট পোল সামনে এসেছে তাতে বিজেপিকে এগিয়ে রাখা হয়েছে। যদিও বুথফেরত সমীক্ষার সেই চর্চাকে একেবারেই আমল দিতে চান না আরজেডি নেতা তেজস্বী। তাঁর দাবি, বিজেপির শীর্ষস্থানীয় নেতৃত্বের অঙ্গুলিহেলনেই এইসব সম্ভাবনা প্রচার করা হচ্ছে। পাটনায় তেজস্বীর স্পষ্ট দাবি, ইন্ডিয়া ব্লকই বিহারে সরকার গড়তে চলেছে। এগজিট পোল চোখে ধুলো দেওয়া ছাড়া আর কিছুই না। তিনি বলেন, ‘বিপুল ব্যবধানে বিহারে জয় পেতে চলেছে ইন্ডিয়া। স্বতঃস্ফূর্তভাবে মানুষ ভোট দিয়েছেন। তার অর্থই হলো রাজ্যবাসী পরিবর্তন চাইছেন। আমরাই ১৮ নভেম্বর শপথগ্রহণ করব।’ একই দাবি করেছে কংগ্রেসও। দলীয় মুখপাত্র পবন খেরা বলেন, ‘রেকর্ড ভোটদানই মাহাগঠবন্ধনকে বাড়তি অক্সিজেন জুগিয়েছে। যখনই বেশি সংখ্যক মানুষ মৌলিক অধিকার পালনে ঝাঁপিয়ে পড়েন, তখন তাঁরা পরিবর্তনের পক্ষেই ভোট দেন। বিহারের ক্ষেত্রেও ঠিক সেটাই হতে চলেছে। 

    যদিও এগজিট পোলের ফলাফল দেখে ইতিমধ্যেই বিজেপি নেতা-কর্মীরা বিপুল মিষ্টি তৈরির বরাত দিতে শুরু করেছেন। রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি নিত্যানন্দ রাই বলেন, মানুষ বিকাশ-এর পক্ষে ভোট দিয়েছেন। জেডিইউয়ের প্রবীণ নেতা শ্রবণ কুমারের দাবি, জয় এনডিএর হবেই। তবে সেটা কত ব্যবধানে সেটাই দেখার। 
  • Link to this news (বর্তমান)