‘মরু জোয়ালা’, পাক সীমান্তে মহড়া চালাল দেশের ৩ বাহিনী
বর্তমান | ১৩ নভেম্বর ২০২৫
নয়াদিল্লি: কপ্টার থেকে একের পর এক নামছে প্যারাশ্যুট। ট্যাংকের আওয়াজে কেঁপে উঠছে মরু প্রান্তর। আকাশে উড়ে বেড়াচ্ছে ড্রোন। পাকিস্তান সীমান্তে রাজস্থানের জয়সলমিরে মঙ্গলবার জোরদার মহড়া চলল সশস্ত্র বাহিনীর। একইসঙ্গে সেনা, বায়ুসেনা ও নৌবাহিনীর এই যৌথ মহড়ার নাম ‘মরু জোয়ালা’।
দেশের সেনাশক্তিকে ঝালিয়ে নিতে গত দু’মাস ধরে তিন বাহিনীর লাগাতার এই অনুশীলন চলছে। মঙ্গলবার তারই অংশ হিসেবে জয়সলমিরে চলল মহড়া। সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই সেই ভিডিও ভাইরাল। তাতে দেখা যাচ্ছে, কপ্টার থেকে একে একে প্যারাশ্যুট বেরচ্ছে। তার কিছুক্ষণ পরই দেখা যাচ্ছে সার দিয়ে আকাশ থেকে নেমে আসছেন জওয়ানরা। আরও একটি ভিডিওয় দেখা যাচ্ছে, পর পর এগিয়ে আসছে ট্যাংক। ‘ত্রিশূল ড্রিল’-এর এই পর্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে জানিয়েছেন বাহিনীর শীর্ষস্থানীয় অফিসাররা। মঙ্গলবারের ওই মহড়ায় নজর ছিল লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ, জেনারেল অফিসার কনান্ডিং-ইন-চিফ (সাউদার্ন কমান্ড)-এর। তিনি বলেন, গত দু’মাস ধরে চলা এই অনুশীলনের বর্তমানে একেবারে শেষ পর্যায় চলছে। শত্রুকে আক্রমণের একেবারে সামনে যে সাউদার্ন কমান্ড কোর থাকে তারা টানা দু’মাস ধরে ঘাম ঝরিয়েছেন। অনুশীলনের পর তারা পুরোপুরি প্রস্তুত। অন্যদিকে অরুণাচলের দাও ডিভিশনেও চলে মরু জোয়ালা অনুশীলন। বাহিনীর তরফে জানানো হয়েছে, মূলত প্রতিকূল পরিস্থিতিতে দ্রুত শত্রুর মোকাবিলার লক্ষ্যেই এই মহড়া।