• বিলাসপুর রেল দুর্ঘটনা: ‘ফিট’ ছিলেন না চালক!
    বর্তমান | ১৩ নভেম্বর ২০২৫
  • বিলাসপুর: গত ৪ নভেম্বর বিলাসপুর ট্রেন দুর্ঘটনায় ১১ জন প্রাণ হারিয়েছেন। সেই দুর্ঘট্নার তদন্তেই এবার নয়া মোড়। জানা গিয়েছে, যে চালক লোকাল ট্রেনটি চালাচ্ছিলেন তিনি ফিট ছিলেন না। যাত্রীবাহী ট্রেন চালানোর জন্য বাধ্যতামূলক মনস্তাত্ত্বিক পরীক্ষাই হয়নি ওই লোকো পাইলটের। সূত্র মারফৎ এই তথ্য সামনে এসেছে। দুর্ঘটনায় ওই চালকেরও মৃত্যু হয়েছে।  সূত্র অনুসারে, যাত্রীবাহী ট্রেন চালানোর আগে লোকো পাইলটদের এধরনের পরীক্ষা আবশ্যিক। এসংক্রান্ত যে তথ্য সামনে আসছে তা আরও বেশি চিন্তার। সূত্রের খবর, বিলাসপুর এবং নাগপুর ডিভিশনে এমন বহু চালকই এধরনের পরীক্ষার মুখোমুখি হননি।  বিলাসপুরে ৪২ জনের মধ্যে ৩০ জন এবং নাগপুরে ৫৬ জনের মধ্যে মাত্র ৩৩ জন ওই পরীক্ষায় পাস করেছেন বলে খবর। যদিও দুর্ঘটনা যে এই কারণেই হয়েছে তা এখনও স্পষ্ট নয়। তবে বহু চালক যোগ্যতা ছাড়াই যে যাত্রীবাহী ট্রেন চালাচ্ছেন, এমনটাই ধরা যেতে পারে।
  • Link to this news (বর্তমান)