• জঙ্গি যোগ: এবার নজরে থানের শিক্ষক
    বর্তমান | ১৩ নভেম্বর ২০২৫
  • মুম্বই: আল কায়েদার মতো একাধিক জঙ্গি সংগঠনের সঙ্গে যোগাযোগের অভিযোগ। ফোনে মিলেছে জেহাদি নথির পিডিএফ। ওসামা বিন লাদেনের ভাষণের উর্দু অনুবাদ এবং পাকিস্তানি নম্বর। তদন্তে নেমে জুবের হাঙ্গারগেকর নামে পুনের এক সফ্টওয়্যার ইঞ্জিনিয়ারকে গ্রেফতার করেছিল মহারাষ্ট্র এটিএস। ২৭ অক্টোবরের সেই গ্রেফতারির সূত্রেই এবার থানের এক শিক্ষক ও পুনের অন্য এক বাসিন্দা বাড়িতেও চলেছে তল্লাশি। যদিও এই তল্লাশির সঙ্গে দিল্লিতে সোমবারের বিস্ফোরণের কোনও সম্পর্ক নেই বলেও জানিয়ে দিয়েছে এটিএস।
  • Link to this news (বর্তমান)